ছবি: সংগৃহীত
সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। একে অপরের প্রতি আস্থা না থাকলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। তবে বর্তমান সময়ে অনেকেই সম্পর্কে প্রতারণার শিকার হন, যার ফলে বিশ্বাস ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
অনেক ক্ষেত্রে প্রিয়জন আপনাকে ধোঁকা দিচ্ছেন কি না, তা কিছু লক্ষণের মাধ্যমে বোঝা যায়। যদিও কেউ কেউ ভালোবাসায় অন্ধ হয়ে এসব লক্ষণ এড়িয়ে যান। কিন্তু একটু সতর্ক থাকলেই প্রতারণার ইঙ্গিত ধরা সম্ভব।
কীভাবে বুঝবেন সঙ্গী আপনাকে ধোঁকা দিচ্ছেন?
অতিরিক্ত সহানুভূতি দাবি করা
যদি আপনার সঙ্গী বারবার অযথা সহানুভূতি চান, তাহলে সতর্ক থাকুন। অনেকেই নিজের ভুল বা গোপন বিষয় লুকাতে অন্যদের কাছ থেকে অতিরিক্ত সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন।
বারবার নতুন সম্পর্ক গড়ে তোলা
যদি সঙ্গী হঠাৎ করেই আপনাকে এড়িয়ে চলেন এবং মুহূর্তেই নতুন বন্ধু তৈরি করতে থাকেন, তাহলে বিষয়টি সন্দেহজনক হতে পারে। বিশেষ করে যদি সেই বন্ধুত্বটি মাত্রাতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে যায়।
বারবার মিথ্যা বলা
সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস অপরিহার্য। কিন্তু যদি দেখেন, সঙ্গী ছোটখাটো বিষয়েও মিথ্যা বলেন, তাহলে তা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হতে পারে।
মনগড়া কথা বলা
কেউ যদি নিজের সুবিধার্থে বা আপনাকে খুশি করতে মনগড়া কথা বলে, তাহলে বুঝতে হবে, হয়তো তিনি কিছু লুকাচ্ছেন। সত্য গোপন করতে গিয়ে মানুষ অনেক সময় অতিরিক্ত গল্প ফাঁদে।
প্রায়ই সম্পর্ক বদলানো
কিছু মানুষ বারবার সম্পর্ক পরিবর্তন করেন। সঙ্গীর অতীত সম্পর্কের বিষয়ে জানা জরুরি। যদি দেখেন, অতীতে একাধিক সম্পর্কে জড়িয়েছেন এবং বারবার একই ভুল করেছেন, তাহলে সতর্ক থাকা ভালো।
প্রিয়জনের প্রতি ভালোবাসা থাকলে বিষয়গুলো ঠাণ্ডা মাথায় ভাবুন। খোলাখুলি কথা বলুন, কারণ সন্দেহের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তবে যদি প্রমাণ পান, তাহলে নিজের আত্মসম্মান বজায় রেখে সম্পর্ক নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করুন।
তাবিব