ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

বসন্ত উৎসবে রঙ বাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২৫

বসন্ত উৎসবে রঙ বাংলাদেশ

প্রতি বছর বসন্ত উৎসবের রঙকে আরও রঙিন করে তুলতে বাংলাদেশের অন্যতম ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’ও যেন ফ্যাশনপ্রিয় মানুষকে রাঙিয়ে তুলবার বার্তা ছড়িয়ে দিতে চায় তাদের নতুন ডিজাইনের বৈচিত্র্যময় পোশাকে। ফ্যাশন সচেতন মানুষ তো তাকেই বলা যায়, যে মানুষ সময়ের সকল রঙকে ধারণ ও বহন করে চলে, রঙ বাংলাদেশ এই সময়টাকেই তুলে আনতে সচেষ্ট থাকে তাদের সকল পণ্যের মধ্য দিয়ে।
রঙ বাংলাদেশের সাবব্র্যান্ড ওয়েস্ট রঙ আর রঙ জুনিয়রের পোশাকেও রয়েছে বসন্তের আমেজ। রয়েছে শাড়ি, থ্রি পিস, সিঙ্গেল কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রি পিস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পায়জামা, মগসহ অন্যান্য সামগ্রী। বাচ্চাদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট। রয়েছে পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাক। বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের  সবাই একই থিমের পোশাক পরে উদ্যাপন করতে পারবে এবারের বসন্ত উৎসব।
বসন্ত উৎসবকে ঘিরে যে কোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পারেন।  সেক্ষেত্রে দামও অনেক সুলভ। করপোরেট প্রোগ্রাম বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সব ধরনের আয়োজনেই রঙ বাংলাদেশের এই বসন্ত উৎসবের পোশাক সকলকে করবে আকর্ষণীয়।
রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটেই পাওয়া যাচ্ছে বসন্ত উৎসবের এ আয়োজন। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্মে বসন্ত উৎসবের পণ্য ক্রয়ে ভিজিট করুন  অথবা রঙ বাংলাদেশের ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। অনলাইন কেনাকাটার জন্য রঙ বাংলাদেশের হোয়াটসঅ্যাপ সংবলিত ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বর এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৭৭৭৪৪৩৪৪ হটলাইনে।

×