ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

কীসে আছে স্মার্টনেস?

প্রকাশিত: ১৫:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২৫

কীসে আছে স্মার্টনেস?

ছবিঃ সংগৃহীত

অন্যকে অনুকরণ করার মাধ্যমে কোনো স্মার্মনেস নেই। নিজেকে অহেতুক বড় প্রমাণ করার চেষ্টা কিংবা মেয়ে নিয়ে ঘোরার মধ্যেই কোনো স্মার্টনেস নেই৷ একটা সময় ছিলো যখন স্মার্টনেসের মানদণ্ড মাপা হতো পরিচ্ছন্ন পোশাক আর আর রুচিশীল আউটফিট। স্যুট বা কোর্ট শরীরে জড়িয়ে কেউ বের হলে বলা হতো সে স্মার্ট। 

কিছুদিন আগেও মেয়েদের দামি গহনা আর শাড়ি ছিলো স্মার্টনেসের মানদণ্ড। তবে সেই দিন এখন আর নেই।

এখন যদি ৪০ ডিগ্রি গরমে কেউ স্যুট পরে বের হয়, তার দিকে তাকিয়ে মানুষ মুচকি হাসে। বদলে যাওয়া সময়ে স্মার্টনেসের সংজ্ঞা এখন অন্য রকম।

বাস্তবিক অর্থে স্মার্টনেস বুঝায় এখন মানুষের ব্যবহারে। সে কি পোশাক পরলো সেটির থেকেও ব্যবহার গুরুত্বপূর্ণ। স্মার্টনেস হলো ব্যক্তির আচরণ, চিন্তা আর মূল্যবোধ। 

অনেকে মনে করে ধূমপান করা স্মার্টনেস, কিন্ত এতে আসলে তার ব্যক্তিত্ব শেষ হয়ে যায়। বেশি কথা বলাও কোনো স্মার্টনেস না। বরং পরিস্থিতি অনুযায়ী মেপে কথা বলাই স্মার্টনেস। 

আজকের স্মার্টনেস মানে হওয়া উচিত শত নিরপেক্ষ থাকা। স্মার্ট মানুষ কোনো সত্য লুকায় না। সে সৎ, নিরপেক্ষ ও নীতিবান। পরিবারের সবাই, বন্ধু ও সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করা। নিজের কাজ দক্ষতার সাথে করা ও দায়িত্ব এড়িয়ে না যাওয়াই স্মার্টনেস।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/15d2sFAkus/

রিফাত

×