ছবিঃ সংগৃহীত
বয়সের ছাপ পড়ছে, নিজেকে অসুন্দর দেখাচ্ছে, তার উপর কপাল ও চোখের কোণায় ভাজ। এসব সমস্যার সমাধান কী?
ছুরি, কাঁচি, ইঞ্জেকশন ও সার্জারি! সেটা খুবই ভয়ের ব্যাপার। আজ আপনাদের জানাবো এমন কিছু নিয়ম, যা মেনে সার্জারি ছাড়াই ফেরত পাবেন চেহারার লাবণ্যতা।
গলার নিচে ফ্যাট জমে দেখা যায় ডাবল ভাজ, চোখের নিচে ভাজ বয়সের সাথে দেখা যায় চেহারায়। এর জন্য দীর্ঘস্থায়ী সমাধান পেতে অনেক করেন সার্জারি। তবে প্রক্রিয়া মাঝেমধ্যে হয়ে পরে ঝুঁকিপূর্ণ। এসব সমস্যা থেকে মুক্তি পেতে ঘুমানোর আগে ৫ মিনিট জেড রোলারের সাথে ক্রিম বা তেল মেখে নিয়মিত ব্যবহার করলে মুখের বাড়তি মেদ ঝড়ে সাথে ত্বক হবে টানটান ও মুখের গঠন হয়ে উঠবে আরো আকর্ষণীয়।
ত্বকের দাগ, বয়সের ছাপ দূর করতে ও প্রয়োজনীয় ভিটামিন পূরণ করতে তেলের ভূমিকা অনেক। তাই ত্বকে নারিকেল তেল, অলিভ অয়েল, ভিটামিন ডি ক্যাপসুল ও তিলের তেল ব্যবহারে পেতে পারেন দাগহীন ও মসৃণ ত্বক।
এর জন্য এক বাটিতে ১ টেবিল চামচ ক্যাস্ট্রল অয়েল ও নারকেল তেল এবং ভিটামিন ক্যাপসুল ভালোভাবে মিশিয়ে দুই হাতের আঙ্গুলের সাহায্যে বিভিন্নভাবে মুখে নিয়মিত ম্যাসাজ করুন।
ফেইসে কোরিয়া ভি শেপ সহ চোখের নিচে কালো দাগ দূর করতে বেশ কার্যকরী মুখের ব্যায়াম। যাদের মুকজ গোলাকৃতির বা মুখে অতিরিক্ত মেদ জমে থাকে তারা চাইলে 'কিসেস ট্যু দ্য ইয়ার' বা গাল ফোলানোর মত ব্যায়াম করে পেতে পারেন ভাজহীন ত্বক।
রিফাত