
ছবি: সংগৃহীত
"তোমাকে পেয়ে আমি ভাগ্যবান।"
প্রিয়জনের মুখে হাসি ফোটানো আর তাকে বিশেষ অনুভূতি করানো খুব কঠিন কিছু নয়। ছোট ছোট ভালোবাসার বহিঃপ্রকাশই তাকে স্পেশাল ফিল করাতে পারে। সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্য আপনিও নিতে পারেন কিছু সহজ উদ্যোগ।
সময় দিন এবং মনোযোগ দিন
আজকের ব্যস্ত জীবনে সময় দেওয়া অনেক বড় ব্যাপার। ফোনে কথা বলার সময় মনোযোগ দিন, একসঙ্গে বসে গল্প করুন, তার পছন্দের বিষয় নিয়ে আলোচনা করুন। প্রিয়জনকে বোঝান যে, তার উপস্থিতি আপনার জন্য গুরুত্বপূর্ণ।
চমকপ্রদ উপহার দিন
ছোট্ট একটা চকলেট থেকে শুরু করে হাতের লেখা চিঠি, কিংবা তার পছন্দের কিছু উপহার দিন। এটা ব্যয়বহুল হতে হবে না, আপনার মনোযোগই আসল উপহার।
বিশেষ দিনে ছোট্ট আয়োজন করুন
জন্মদিন, ভালোবাসার দিন, অথবা বিশেষ কোনো মুহূর্ত উদযাপন করুন। নিজ হাতে কেক বানানো, ঘর সাজানো বা কাছের কোনো জায়গায় ঘুরতে যাওয়া—এগুলোই প্রিয়জনকে স্পেশাল ফিল করানোর সহজ উপায়।
প্রশংসা করুন ও কৃতজ্ঞতা জানান
তার যেকোনো ছোট বা বড় কাজের প্রশংসা করুন। কৃতজ্ঞতা প্রকাশ করুন তার প্রতি। এক বাক্যেই বলা যেতে পারে—"তোমাকে পেয়ে আমি ভাগ্যবান।"
চমক তৈরি করুন
হঠাৎ করে একটি সুন্দর বার্তা পাঠানো, পুরনো কোনো ছবি শেয়ার করা, বা কাজের ব্যস্ততার মাঝেও এক কাপ কফি এগিয়ে দেওয়া—এসব ছোট ছোট চমক ভালোবাসা আরও বাড়িয়ে তোলে।
মানসিকভাবে পাশে থাকুন
কঠিন সময়ে সঙ্গ দেওয়া, তার অনুভূতির মূল্য দেওয়া এবং প্রয়োজনের সময় পাশে থাকা—এটাই সবচেয়ে বড় ভালোবাসা। শুধু খুশির দিনে নয়, দুঃসময়ে পাশে থাকলেই সে বুঝবে, আপনার কাছে সে সত্যিই বিশেষ।
প্রিয়জনকে স্পেশাল ফিল করানো মানেই দামি উপহার বা বড় আয়োজন নয়। বরং ভালোবাসা, মনোযোগ, সময় আর যত্নই সবচেয়ে বড় উপহার। একটু বাড়তি যত্নই সম্পর্ককে করে তোলে গভীর ও মধুর।
শিলা ইসলাম