ছবি: প্রতীকী
আমাদের সকলের মধ্যে না পাওয়ার কিছু আক্ষেপ থাকে ছোটবেলা থেকে। এটা এমন হতে পারে যে আমার বাবা-মা হয়তই আমার দিকে খেয়াল রাখতে পারে নাই কি নানা কারণে প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারে নাই। আমি হয়তো কন্ডিশনাল ওয়েতে কিছু পেয়েছি। যে তুমি এটা করলে হয়তো ওটা পাবে। কিন্তু যখন বিনাশর্তে ঐ ভালোবাসা পাচ্ছি।
তখন ঐ মানুষটা আদৌ কি আমার প্রতি ইন্টারেস্টেড কি না। আমাকে ভালোবাসে কি না বা ঐ মানুষটা আমাকে নিয়ে কি চিন্তা করছে। আমরা এগুলো আর ভাবি না। আমার কল্পনাতে যখন আসলো। আমরা সাথে সাথে আমি তাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। তাকে আমার লাগবেই। এরকম একটা সেন্স আমাদের মধ্যে কাজ করে।
আমার কল্পনার জগতে তাঁকে একটা ব্যক্তিতব হিসেবে দাঁড় করিয়ে ফেলি। ব্যক্তি এই মানুষটা বা বাস্তব মানুষটা কতটুকু মিল আছে। তা নিয়ে মাথা ব্যথা নেই। আমরা কখনো নিজেদের থটটাও কখনো পরিবর্তন করিনা। বাস্তব মানুষটা আর কল্পনার মানুষটার মধ্যে পার্থক্য কতটুকু।
শহীদ