ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

আপনার স্বামী কি আপনার মনের কথা বুঝে?

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৬:০৩, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপনার স্বামী কি আপনার মনের কথা বুঝে?

ডা. মুনমুন জাহান

সাধারণ ভাবে মেয়েদের মধ্যে যে ধারণাটা থাকে। তা হলো- মেয়েরা যখন কোন মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে যায় এবং বা যেকোন বিষয়ে নিয়ে মন খারাপ থাকে এবং সে বিষয়টা নিয়ে আমরা কোন সলিউশনে যেতে চাচ্ছি।

তখন আমরা ভাবি আসলে এই জিনিসটা আসলে কি করবো। তখন আমরা আসলে এই সলিউশনটা জানতে চায়না। মনের ভিতরেই এর সলিউশন আছে। মেয়েরা আসলে তার স্বামীর কাছ থেকে আশা করেন যে উনি স্ত্রীর কষ্টটা বুঝতে চেষ্টা করুক। তাকে একটু মূল্যায়ণ করুক ইত্যাদি।

কাজেই মেয়েরা যদি তাদের সেই ফিলিংশটা নিয়ে স্বামীর সাথে শেয়ার করেন এবং স্বামীকে যদি সরাসরি জিজ্ঞাসা করা হয় যে, আমি চাচ্ছি যে তুমি আমার কষ্টটা শোনো। একটু এটা অনুভব করার চেষ্টা করো। এই সময় কোন মাথা খাটায় না। কোন যুক্তি আনার চেষ্টা করোনা। আমার কষ্টের কোন যুক্তি খুঁজে পাবেনা। শুধু তুমি শুনবা এবং ফিল করবা।
 

শহীদ

×