ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

আপনার পছন্দের মানুষ আসলে কেমন!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৫:১৫, ২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৫:৩৬, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপনার পছন্দের মানুষ আসলে কেমন!

ছবি: প্রতীকী

আমি হঠাৎ আমার লাইফে এমন মানুষ পেয়ে গেলাম। যাকে আমার দেখে মনে হলো সে খুবই কনফিডেন্ড। এরকম একটা মানুষ আমি পেয়ে গেলাম যে, সে হয়ত যে কোন পরিস্থিতি খুব স্বাভাবিক ভাবে সামলে নিবে। আমি হয়ত ঐরকম হিউমার করতে পারিনা। কিন্তু আমি খুব পছন্দ করি যে, কোন মানবিক ব্যক্তি আমার পাশে থাক।

যেমন আমি হয়ত পেয়ে গেলাম এমন একজন মানুষকে। যাকে কি না? সবাই সোস্যাল বাটার ফ্লাই বলে। যার খুব সুন্দর সেন্স অফ হিউমার আছে। তাকে দেখে আমি নিজেকে কিছু বিষয় উন্নতি করতে চাচ্ছি যেটা আমার মধ্যে নাই।

তাকে আমার পছন্দ হয়ে গেল এবং তার প্রতিও আমার একটা বিষয় তৈরি হয়ে গেলো। কারণ প্রত্যেকটা ট্রিটগুলো আমার খুব পছন্দ। আমি জাস্ট তার কয়েকটা চারিত্রিক বৈশিষ্ট দেখেছি। কিন্তু পুরো মানুষকে আমি দেখি নাই।

শহীদ

×