ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

বউ কত প্রকার ও কী কী?

প্রকাশিত: ০১:৪২, ২ ফেব্রুয়ারি ২০২৫

বউ কত প্রকার ও কী কী?

ছবি: সংগৃহীত।

বিয়ে মানেই নতুন একটি অধ্যায়ের সূচনা, যেখানে বউ হলো গল্পের প্রধান চরিত্র। তবে বউদের বৈশিষ্ট্য একেক রকম হয়, যা সংসার জীবনকে কখনো মধুর করে তোলে, আবার কখনো বিষাদময় করে তোলে। আসুন জেনে নিই, বউ কত প্রকার ও কী কী—

১. লক্ষ্মী বউ
লক্ষ্মী বউ হলো চিরায়ত বাঙালির আদর্শ বউ। তাদের নিয়ে কারো কোনো অভিযোগ থাকে না। তারা সকালে ঘুম থেকে উঠে ঘর গোছান, রান্না করেন এবং অতিথিদের আপ্যায়নে ব্যস্ত থাকেন। তবে এ ধরনের বউ পাওয়া বেশ দুর্লভ।

২. রাগী বা মেজাজি বউ
এ ধরনের বউ থাকলে মানসিক শান্তি পাওয়া কঠিন হয়ে পড়ে। সকাল থেকে বুয়া, রিকশাচালক, বাচ্চা, দোকানদার— কেউই তাদের রাগ থেকে রক্ষা পায় না। দিন শেষে সেই রাগের চূড়ান্ত প্রকাশ ঘটে স্বামীর ওপর। তবে রাগী বউদের আরেকটি দিক হলো— ঝগড়ার পর তারা ভালোবাসায় সব ভুলিয়ে দিতে পারেন।

৩. হস্তীনী বউ
হস্তীনী বউ মানে হাতির মতো খরচ করা। মাসের প্রথম দিনেই স্বামীর মানিব্যাগের দখল নিয়ে নেন তারা। বাজেট সম্পর্কে কোনো ধারণা তাদের থাকে না। শপিংয়ের প্রতি অদম্য ভালোবাসা এবং লুকিয়ে বাবার বাড়িতে টাকা পাঠানো এদের প্রধান বৈশিষ্ট্য। এদের সংসারে রাখা মানে হাতি পোষার মতো ব্যয়বহুল ব্যাপার।

৪. সুন্দরী বউ
সুন্দরী বউ মানে নজরকাড়া ব্যক্তিত্ব। যদিও তাদের সৌন্দর্য আশীর্বাদ, তবে অনেক ক্ষেত্রে তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যদি রূপের অহংকার থেকে থাকে, তাহলে তা সংসারে অশান্তির জন্ম দিতে পারে। সৌন্দর্য থাকা সত্ত্বেও সংসার টিকিয়ে রাখা যে কঠিন হতে পারে, তা এদের জীবনে স্পষ্ট হয়ে ওঠে।

৫. সন্দেহপ্রবণ বউ
স্বামী কোথায় যায়, কার সঙ্গে কথা বলে কিংবা শার্টে চুল বা লিপস্টিকের দাগ আছে কি না— সবকিছুতেই থাকে তাদের কড়া নজরদারি। স্বামীর ফোন ব্যস্ত পেলে তৎক্ষণাৎ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। অতিরিক্ত সন্দেহের ফলে কখনো কখনো স্বামীকে দোষী প্রমাণিত হওয়ার আগেই দোষের পথে ঠেলে দেওয়া হয়।

৬. নিঃসঙ্গ বউ
যেসব বউদের স্বামী দূরে থাকেন, তারা অনেক সময় নিঃসঙ্গতায় ভোগেন। কখনো কখনো তারা প্রতারণার শিকার হন। অনেক ক্ষেত্রে স্বামী দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার শুরু করেন, যা তাদের জীবনে হতাশা ডেকে আনে।

৭. উচ্চ-মহলের বউ
উচ্চ-মহলের বা হাই-স্ট্যাটাস বউরা সবসময় মনে করিয়ে দেন যে তারা অভিজাত পরিবারের মেয়ে। জামাইয়ের ঘরের প্রতিটি আসবাবপত্র, এমনকি সকালের নাস্তার মানও যেন তার বাবার অবদান। সংসারে তার শর্ত পূরণ করাই স্বামীর প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

৮. হতাশাগ্রস্ত বউ
এই বউদের আফসোসের শেষ নেই। তারা মনে করেন, ভুল মানুষকে বিয়ে করে জীবনের সব স্বপ্ন ভেস্তে গেছে। তাদের কাছে সবই অধরা মনে হয়, আর অভিযোগ করাই তাদের নিত্যদিনের স্বভাব।

৯. হিংসুটে বউ
অন্যের ভালো কিছুতেই তাদের সহ্য হয় না। জা বা ননদের নতুন শাড়ি, ভাবির গয়না— এসব নিয়ে প্রতিযোগিতায় নেমে স্বামীকে অতিষ্ঠ করে তোলাই তাদের স্বভাব।

১০. ঝগড়াটে বা কূটনৈতিক বউ
সংসারে ঝামেলা তৈরি করতে এদের জুড়ি নেই। শ্বশুরবাড়ির এক সদস্যের কথা আরেকজনকে এমনভাবে বলেন, যাতে সংসার যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এদের সবসময় ঝগড়ার প্রস্তুতি থাকে, যেন নতুন কোনো ঝামেলা সৃষ্টি করতে পারে।

বউয়ের এসব বৈচিত্র্যময় রূপ সংসার জীবনকে কখনো আনন্দময়, আবার কখনো কঠিন করে তোলে। তাই পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতাই সুখী দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি।

সূত্র: https://www.facebook.com/watch/?v=1550177362242366&rdid=ER18SQs5kZ2EVqIK

সায়মা ইসলাম

×