ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

ছেলেদের প্রজনন ক্ষমতা কমে যে কারণে 

প্রকাশিত: ১৭:৫৮, ২৭ জানুয়ারি ২০২৫

ছেলেদের প্রজনন ক্ষমতা কমে যে কারণে 

সংগৃহীত ছবি

ছেলেরা সাধারণত মোবাইল ফোন পকেটে রাখেন। মোবাইল ফোন দীর্ঘসময় ধরে পকেটে রাখার কারণে ফোন থেকে নির্গত রেডিয়েশন ছেলেদের প্রজনন ক্ষমতা হ্রাস করতে পারে। এমনকি স্পার্মের সংখ্যা এবং গুণগত মান কমে যাওয়ার পেছনেও দায়ী এই রেডিয়েশন। এটি এসব পুরুষের পারিবারিক ও বৈবাহিক জীবন খারাপ প্রভাব ফেলে। এমন তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার। তারা আরো জানায়, একদিনে ৩০ মিনিটের বেশি সময় মোবাইল ফোনে কথা বলা এবং একটানা ৫ মিনিটের বেশি কথা বলা উচিত না। এতে এক সময় ব্রেইন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। 

রাতে মোবাইল ফোন বিছানা থেকে দূরে রাখতে হবে এবং অ্যারোপ্লেন মোডে রাখতে হবে। সব ধরনের ডাটা কানেকশন অফ করে দিতে হবে। এ দুটি কাজ করতে পারলে মোবাইল ফোনের অতিরিক্ত ক্ষতিকর যে প্রভাবগুলো সেগুলো থেকে অনেকটাই বেঁচে থাকা সম্ভব।

JF

×