ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

বাবা-মায়ের যে আলোচনা কখনই সন্তানের সামনে করা উচিত না

প্রকাশিত: ১৬:৪৯, ২৭ জানুয়ারি ২০২৫

বাবা-মায়ের যে আলোচনা কখনই সন্তানের সামনে করা উচিত না

সংগৃহীত ছবি

শিশুদের সামনে আলোচনা করার আগে বাবা মাকে কিছু বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। কিছু বিষয় তাদের চিন্তা এবং উদ্বেগজনিত প্রভাব ফেলতে পারে এবং তাদেরকে সিদ্ধান্তহীনতায় ভুগাতে পারে। এমনকি এগুলো তাদের আবেগীয় স্বাস্থ্য এবং নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। এই বিষয়গুলো কখনই শিশুদের সামনে আলোচনা করবেন না-

আর্থিক সমস্যা
সন্তানদের সামনে পরিবারের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা করবেন না। এটি তাদের দুঃশ্চিন্তা ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। তারা পরিবারের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভুগতে পারে যা তাদের মানসিক স্বাস্থ্যে বিরুপ প্রভাব ফেলে। 

রাজনৈতিক দৃষ্টিভঙ্গি 
শিশুদের সামনে বিতর্কিত রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা না করাই শ্রেয়। সেগুলো তাদের অপরিণত মনে চাপ বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

অন্যদের নিয়ে অতিরিক্ত সমালোচনা 
শিশুদের সামনে কখনোই অন্যদের ব্যাপারে অতিরিক্ত সমালোচনা করবেন না। এটা অন্যদের সম্পর্কে তাদের ধারণাকে প্রভাবিত করতে পারে এবং নেতিবাচক ভাবনা আসতে পারে। 


মৃত্যু এবং মরণত্ব
শিশুদের সামনে মৃত্যু এবং মরণত্বের মতো সেনসেটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন না। যদি না তারা এ বিষয়ে কোন প্রশ্ন করে। প্রশ্ন করলেও তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে কোন ধরনের ভয়ের সৃষ্টি ছাড়া উত্তর দিন। 

পেশাগত দুঃশ্চিন্তা ও চাপ 
আপনার পেশাগত সমস্যা এবং দুঃশ্চিন্তা বাচ্চাদের সাথে শেয়ার করবেন না। এটি পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা সম্পর্কে বাচ্চাদের চিন্তিত করবে এবং অপ্রয়োজনীয় চাপে ফেলবে।

স্বাস্থ্যগত সমস্যা 
আপনার এবং শিশুদের শারীরিক ও স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কে এমন কিছু বলবেন না যা তাদের দুঃশ্চিতায় ফেলে। এমনকি তাদের শারীরিক অবস্থা এবং চিকিৎসা সম্পর্কিত বিষয়েও, যদি না প্রয়োজন পড়ে।

যৌন সম্পর্কিত বিষয় 
বয়স অনুযায়ী এই বিষয়ে কথা বলার ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলুন। বাচ্চাদের সামনে যৌন সম্পর্কিত কোন আলোচনা করবেন না। তাদের আবেগিক এবং মানসিক বিকাশের জন্য যথাযথ পরিবেশ নিশ্চিত করুন। 

পারিবারিক অতীত ইতিহাস
পরিবারের সদস্য বা আত্মীয়দের সম্পর্কে নেতিবাচক গল্পগুলো বাচ্চাদের সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। এটি বাচ্চাদের মনে অপ্রয়োজনীয় বায়াসনেস তৈরি করতে পারে। 
 

সম্পর্কের জটিলতা
বৈবাহিক এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন জটিলতা বাচ্চাদের শেয়ার করা থেকে বিরত থাকুন। এটি তাদের আবেগিক ক্ষতি করতে পারে, সিদ্ধান্তহীনতা এবং নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। 

বিচ্ছেদের পরিকল্পনা 
আপনারা যদি বিচ্ছেদের দাঁড় প্রান্তেও থাকেন সেটি বাচ্চাদের সামনে অবিবেচনাপ্রসূত উপস্থাপন করবেন না। তাদের বয়স অনুযায়ী মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে বিষয়টি ডিল করুন।

JF

×