ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

অবসরে সুখী জীবনের ৭টি চাবিকাঠি

প্রকাশিত: ১০:১৫, ২৬ জানুয়ারি ২০২৫

অবসরে সুখী জীবনের ৭টি চাবিকাঠি

অবসর মানেই শুধু বিশ্রাম ও স্বাধীনতা নয়; এটি প্রতিদিনের জীবনে অর্থপূর্ণ কাঠামো ও আনন্দ খুঁজে পাওয়ার সুযোগ। সকালের অভ্যাসগুলো কেবল শরীরের জাগরণ নয়, বরং মনেরও চর্চা। সুখী অবসরজীবীরা সকালের সময়গুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগান, যা তাদের দিনকে আরও প্রাণবন্ত ও ইতিবাচক করে তোলে।

১) কৃতজ্ঞতার মাধ্যমে দিন শুরু

সুখী অবসরজীবীদের অন্যতম বৈশিষ্ট্য হলো, প্রতিদিন তারা কৃতজ্ঞতার অনুভূতির সঙ্গে দিন শুরু করেন। ছোট ছোট জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকা মানসিক চাপ কমায়, জীবনের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলে।

২) সকালের স্বাস্থ্যকর রুটিন গ্রহণ

শারীরিক ব্যায়াম, যেমন হাঁটাহাঁটি বা হালকা স্ট্রেচিং, কেবল শরীর নয়, মনের জন্যও উপকারী। এটি মনোযোগ বাড়ায়, শক্তি যোগায় এবং দিনের শুরুটাকে সুন্দর করে তোলে।

৩) প্রকৃতির সঙ্গে সময় কাটানো

প্রতিদিন মাত্র ২০ মিনিট প্রকৃতির সঙ্গে কাটালে শরীর ও মন উভয়ের জন্য উপকার হয়। এটি মানসিক প্রশান্তি আনে এবং সারাদিনের কাজের জন্য প্রস্তুত করে।

৪) সামাজিক সম্পর্ক বজায় রাখা

সুখী জীবনের প্রধান উপাদান হলো শক্তিশালী সম্পর্ক। অবসরজীবীরা প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে, ফোনে কথা বলে বা কোনো সামাজিক দলে যুক্ত থেকে নিজেদের সম্পৃক্ত রাখেন।

৫) আত্ম-পর্যালোচনার জন্য সময় বের করা

সকালের নিরিবিলি সময় নিজেকে মূল্যায়নের সেরা সময়। নিজস্ব অনুভূতি, লক্ষ্য ও জীবনের পরিস্থিতি নিয়ে চিন্তা-ভাবনা মানসিক উন্নয়নে সহায়তা করে।

৬) লক্ষ্য ও উদ্দেশ্য বজায় রাখা

অবসরের সময়ও লক্ষ্য বা উদ্দেশ্য থাকা প্রয়োজন। স্বেচ্ছাসেবামূলক কাজ, শখ পূরণ বা পার্টটাইম চাকরি জীবনে অর্থপূর্ণ কাঠামো দেয়।

৭) ইতিবাচক মানসিকতা গড়ে তোলা

সুখী অবসরজীবন মানে হলো ভালো চিন্তাভাবনা করা। প্রতিদিন সকালে নিজের মানসিকতাকে ইতিবাচক দিকের দিকে নিয়ে যাওয়া ব্যক্তিগত সুখের চাবিকাঠি।

অবসরকে আরও অর্থবহ ও আনন্দময় করতে এই অভ্যাসগুলো প্রতিদিনের জীবনে অন্তর্ভুক্ত করুন।

 

সূত্র: https://smallbiztechnology.com/archive/2025/01/mal-7-morning-habits-of-people-who-are-genuinely-happy-in-their-retirement-years.html/

সায়মা ইসলাম

×