মানুষের চুল আঁচড়ানোর ধরন একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়। কেউ মাঝখানে সিঁথি কাটেন, আবার কেউ ডান বা বাম দিকে সিঁথি কাটতে পছন্দ করেন। তবে অনেকেই সিঁথির বিপরীতে মত পোষণ করেন, কারণ তাঁদের ধারণা, এতে চুল ঝরে ও সিঁথি চওড়া হতে শুরু করে।
সিঁথি কাটার ধরন ও প্রভাব
চুল আঁচড়ানোর সময় সিঁথি কাটা কোন দিকে হবে, তা নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর।
- বাঁ দিকে সিঁথি: চেহারায় পুরুষালি ভাব এবং দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে।
- ডান দিকে সিঁথি: চেহারায় কোমলতা এবং মমত্ব বৃদ্ধি করে। এতে মানুষটি আরও স্বতস্ফূর্ত মনে হয়।
- মাঝখানে সিঁথি: ডিম্বাকার, গোল বা হার্ট-শেপ মুখের জন্য উপযুক্ত। তবে এটি চুল ঝরে যাওয়ার কারণ হতে পারে বলে অনেকে মনে করেন।
বিশেষজ্ঞদের মতামত
বিশেষজ্ঞরা জানান, সিঁথি কাটার ধরন চুলের বৃদ্ধি সরাসরি প্রভাবিত করে না। তবে দীর্ঘদিন একইভাবে সিঁথি কাটলে সিঁথির জায়গার চুলে অতিরিক্ত চাপ পড়ে, ফলে সিঁথি চওড়া হয়ে যেতে পারে।
- চুল শক্ত করে বাঁধা: এতে মাথার চুল পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। হালকা হাতে খোঁপা বা চুল বাঁধা বেশি ভালো।
- ভিজে চুল আঁচড়ানো: ভেজা অবস্থায় চুল আঁচড়ালে চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
- রোদে সিঁথি কাটা: একদিকে সিঁথি কেটে রোদে বের হলে স্ক্যাল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। এ থেকে রক্ষা পেতে সানস্ক্রিন পাউডার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
রাজু