সংগৃহীত ছবি
বলা হয়ে থাকে সফল পিতা-মাতা তারাই যাদের সন্তানরা ৪৫ বছরের পর তাদের সাথে সময় কাটাতে চায়। কিন্তু আমরা যখন বড় হয়ে যাই তখন বাবা-মার সাথে সময় কাটাতে আনকম্ফোর্টেবল ফিল হয়। সেজন্য বাবা মাকে আরো সহজ হতে হবে। তারা যেন নিজেদের ঈশ্বর মনে না করে। অনেক সময় দেখা যায় বাবা-মা কালচারাল গ্যাপ বোঝে না। সময় এখন অনেক এগিয়েছে। এখনকার বাচ্চারা ইউটিউব দেখে অনেক তথ্য জেনে বড় হচ্ছে। আবার আর্থিকভাবে সচ্ছলতা আসলে লাইফস্টাইল চেঞ্জ হয়। যেটা অনেক বাবা-মা নিতে পারেনা। এ ব্যাপারে বাবা-মাকে ফ্লেক্সিবল হতে হবে।
অনেক বাবা-মা বোঝেনা যে তাদেরও ভুল হতে পারে। বাবা মা সন্তানের ভুল নিয়ে কথা বলতে পারেন, তাহলে সন্তান কেন বাবা-মার ভুল নিয়ে কথা বলতে পারবে না। সন্তানও তো চায় তাদের পিতা-মাতা কোন ভুল না করুক, অন্যায় না করুক, দুর্নীতি না করুক। বাবা-মাকে কিছু বললে তারা হয়তো অফেন্ডেড হয়ে যাবে। তারা রাগ করতে পারে। কিন্তু বাবা-মা যতই বীতশ্রদ্ধ হোক না কেন সন্তান হিসেবে ইথিকালি তাদের ভুল ধরিয়ে দেয়া উচিত।
বাবা মার বুঝা উচিত সন্তান ভিন্ন জেনারেশনের মানুষ। আমি আমার নিজস্ব ফিলোসফি তাদের অবশ্যই দিতে চাইবো, অভিজ্ঞতা যাতে তারা নেয় চাইবো। কিন্তু আমি যে গান শুনি, যে মূল্যবোধ ধারণ করি তারা সেটা নাও নিতে পারে। দিনশেষে সম্পর্কটা যেন খারাপ না হয়। আমি যে কথাটা বলব বিনয় ও সম্মানের সাথে বলবো, ধৈর্যের সাথে বলবো। ১৫-১৭ বছরের ছেলে মেয়েরা ভুল করে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা ভালোভাবে আদর দিয়ে বুঝিয়ে বলতে হবে।
JF