ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কোন মানুষকে বিয়ে করা ঠিক না?

প্রকাশিত: ২২:০৬, ২১ জানুয়ারি ২০২৫

কোন মানুষকে বিয়ে করা ঠিক না?

সংগৃহীত ছবি

বিয়ে একটি স্থায়ী বন্ধন। বিবাহ বন্ধনে আবদ্ধ হবার আগেই সঙ্গীর কিছু বিষয় সম্পর্কে জেনে নেয়া আবশ্যক। কিছু লক্ষণ দেখে চিন্তা করবেন আসলেই ওকে বিয়ে করা উচিত হবে কিনা! 

  • কমিটমেন্ট: যে মানুষ আপনার সাথে অনেক পরিকল্পনা করলো, কমিটমেন্ট দিল কিন্তু নিজের কথা নিজে রাখতে পারল না এমন মানুষের সাথে জীবনকে জড়ানোর আগে দুবার ভাবুন।
  • নিজের প্রতি বায়াসনেস: সঙ্গী যা বলছেন, যা করছেন সবকিছুতে তিনি বেস্ট এমন বুঝালে। কিংবা তার পৃথিবীতে আমরা বলে কিছু নেই, সব আমি কেন্দ্রিক এমন নার্সিসিস্ট যিনি নিজেকে ছাড়া কাউকে প্রায়োরিটি দেন না। একটা সময় এমন ব্যবহার আপনি নিতে পারবেন কিনা ভেবে দেখুন। 
  • মিথ্যা বলা: পার্টনার কী পরিমান আর্টিস্টিক ওয়েতে মিথ্যা বলেন বুঝতে পারলে, ভেবে দেখুন আপনি কতটুকু হজম করবেন। আপনি যদি নিজে মিথ্যা হয়ে তাকে সত্য প্রমাণ করেন সারা জীবন মিথ্যার এ বোঝা আপনাকে বয়ে বেড়াতে হবে।
  • ডেমকেয়ার: বাবা-মা, বন্ধু-বান্ধব কারো কথাই যদি না শুনে। কোন সিদ্ধান্তে কেউ কিছু বললে যদি বলে, আমি কারো কথা শুনি না। আমি নিজেই নিজের বস। সেক্ষেত্রে আপনি যদি ভাবেন বিয়ের পর মিরাকল ঘটবে এবং আপনার কথা শুনবে তাহলে বোকামি করছেন। পার্টনার এরকম ইগোওয়ালা হলে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। 
  • কৃত্রিমতা: সম্পর্কে যদি কৃত্রিমতা লক্ষ্য করেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসুন।
     

JF

×