ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

 সম্পর্ক নষ্ট হওয়ার ৫টি প্রধান কারণ!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৮:১৬, ২০ জানুয়ারি ২০২৫

 সম্পর্ক নষ্ট হওয়ার ৫টি প্রধান কারণ!

প্রতীকী ছবি

একটি ছেলে এবং একটি মেয়ে দুই প্রান্তের মানুষ। চরিত্রগত বৈশিষ্ট্য পুরোপুরি আলাদা। দুইজন মানুষ যখন একসাথে বসবাস করতে আসে। তখন দ্বন্দ্ব ফ্যাসাদ হতেই পারে। যদি না হয় তাহলে বুঝতে হবে যে ঝামেলা আছে। 

সুতরাং ঝামেলা হবে দ্বন্দ্ব হবে, মতবিরোধ হবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই দ্বন্দ্ব যখন মহাদ্বন্দ্বে রূপ নেয়। তখন  সেই দ্বন্দ যখন বিচ্ছেদে রুপ নেয়। তখন এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। দুজনের শান্তিপূর্ণ অবস্থান একটি সুখী পরিবার গঠন করতে সহায়তা করে। মূলত কি কারণে সংসারে সম্পর্ক নষ্ট হয় তা নিম্নে আলোচনা করা হলো

ভুল বোঝাবুঝি: এক সাথে বসবাস করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে। কিন্তু সেটা যদি হয় দীর্ঘ স্থায়ী। তাহলে সম্পর্ক নষ্ট হবেই। কোন কারণে ভুল বোঝাবুঝি হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করলে সম্পর্কের মধ্যে আর ফাটল ধরেনা।

যোগাযোগের অভাব: যোগাযোগের অভাব সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করে। আবেগের প্রকাশ কম হলে তা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। সম্পর্কে সব সময় স্বচ্ছ যোগাযোগ থাকা জরুরি। কারণ দু’জনের মধ্যে কেউ একজন বা দু’জনই এক্ষেত্রে উদাসীন হলে সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া কষ্টকর হয়ে ওঠে। কমিউনিকেশন গ্যাপ সম্পর্কের একটি সাধারণ নীরব ঘাতক।

অর্থনৈতিক সমস্যা: সংসারে দু’জনের মধ্যে অর্থনৈতিক সঠিক পরিকল্পনা না থাকলে অশান্তির কারণ হতে পারে। কাজেই সংসারে অর্থনৈতিক পরিকল্পনা করতে গেলে স্বামী-স্ত্রীর দুজনের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়।

পারস্পরিক অসম্মান:  সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার আরেকটি বড় কারণের জন্য সঙ্গীর কাছ থেকে সম্মান না পাওয়া। সঙ্গীর কাছ থেকে ক্রমাগত সমালোচনা আপনার মানসিক সুস্থতার ক্ষতি করতে পারে। একে অপরের ব্যক্তিগত স্থান এবং পছন্দের প্রতি শ্রদ্ধার অভাব সম্পর্কের মধ্যে আস্থা এবং ঘনিষ্ঠতা নষ্ট করে।
 

শহীদ

×