ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

সাংসারিক অশান্তির মূল কারণ!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৭:২৪, ২০ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৭:২৫, ২০ জানুয়ারি ২০২৫

সাংসারিক অশান্তির মূল কারণ!

প্রতীকী ছবি

পারিবারিক অশান্তির জেরে নাজেহাল প্রতিটি পরিবার। প্রায় সব পরিবারেই ছোটখাটো বাক-বিতণ্ডা লেগেই রয়েছে। পরিবারের মধ্যে অশান্তি লাগার পিছনে অনেক ধরনের কারণ থাকতে পারে। কিন্তু, কিছু কিছু কারণ আছে যেগুলো প্রায় প্রতিটি পরিবারে ঝামেলার মূলে রয়েছে। এগুলো আগে থেকে জানা থাকলে ব্যবস্থা নেওয়া যেতে পারে খুব সহজেই। এক নজরে সেই সব কারণগুলো দেখে নিন।

১. মহিলাদের কর্তৃত্ব ফলানো।
 
২.পরিবারের সদস্যদের সঙ্গে সময় কম কাটানো।

৩.সন্তানরা বাবা-মায়ের নজর কাড়তে চায়। কে বেশি কাছের, এই প্রতিযোগিতার জেরে সন্তানদের মধ্যে অশান্তি বাধে।

৪.প্রতিটি পরিবারের মধ্যে একটা নিয়ম চালু থাকে। তা ভেঙে গেলে অনেক ক্ষেত্রেই বিপদ ঘনিয়ে আসে।

৫.বাড়িতে পরিবারের বাইরের কোনও মানুষ এসে থাকতে শুরু করলে।

৬.অন্য পরিবারের দেখাদেখি উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চাশা বাড়লে।

৭.সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিবাদ দেখা দেয়।

৮.সন্তানদের মধ্যে পক্ষপাতিত্ব করলে।

শহীদ

×