সংগৃহীত ছবি
৩০ থেকে ৩৫ বছরেই মূলত আমাদের জীবনের গতিপথ নির্ধারিত হয়। এই বয়সে কয়েকটি বিষয় সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা জরুরি। তাতে জীবনে সফল হওয়া সহজ হবে এবং সফলতার পথে অন্তরায়গুলো চিহ্নিত করা সহজ হবে।
- এই সময়ে নিজের লক্ষ্যে অটুট থাকা খুব জরুরি। কোন কিছু যেন আপনাকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে না পারে।
- কখনোই ভুল মানুষের কাছ থেকে পরামর্শ নিবেন না। আপনি যে অবস্থানে যেতে চান সে মানুষটা যদি তার থেকে বেটার অবস্থানে না থাকে তাহলে পরামর্শ নেয়ার কোন মানে নেই।
- আপনার জীবনের পুরো দায়িত্ব আপনার। কেউ আপনাকে সেট করবে না। তাই কী করবেন, কতটুকু করবেন নিজে ঠিক করুন এবং সেভাবেই জীবন সাজান।
- জীবনে নিয়মানুবর্তিতা এবং কাজ ঠিক থাকলে কেউ ব্যর্থ করতে পারবে না। এ ব্যাপারে সতর্ক থাকুন।
- সেলফ ব্রান্ডিং খুব গুরুত্বপূর্ণ। নিজেকে সেল করতে হবে, নিজে যে জিনিস সেল করতে চান সেগুলোর মতোই। আপনি কী, আপনার উপর অন্যদের কনফিডেন্স যদি আনতে পারেন তাহলে টাকা উপার্জন খুব সহজ হয়ে যাবে।
- নিজের সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। নিজের কথা ভাবুন, নিজের যত্ন নিন।
- আপনার জীবনে স্মার্ট কাউকে পেলে তাকে প্রতিদ্বন্দ্বী না ভেবে তার থেকে শেখার চেষ্টা করুন। এমন কাউকে হিংসা করলে লস ছাড়া কিছু হবে না।
- কমফোর্ট জোন থেকে বের হয়ে আসুন।
- নিজের প্রাইভেসীর ব্যাপারে সচেতন হোন। যা মানুষের জানার দরকার নেই বা যতটুকু জানা দরকার নেই তা মানুষের কাছে শেয়ার করতে যাবেন না।
- নিজের স্ট্যান্ডার্ড সব সময় হাই রাখুন।
JF