ব্যস্ত নয়, অ্যাক্টিভ থাকতে হবে। সমাজে প্রচুর মানুষকে দেখবেন আপনার ফোন করবেন বা কেউ যদি ফোন করবেন আমি ভীষন ব্যস্ত আছি। আসলে ব্যস্ততা বলে কিছু নেই। এমন অনেক মানুষ আছে একেবারে বেকার তাও ব্যস্ত আছেন।
আচরণবিধি বলে ব্যস্ততা মানেই হচ্ছে টেনশন। ব্যস্ততা মানে হচ্ছে স্ট্রেস। বিজি না ইজি, এই শব্দটা মনে রাখতে হবে। কখনো বিজি শব্দ বলবেন না, বলবেন একটিভ আছি, কাজে আছি।
আমাকে মনে করতে হবে আজকে আমার ১০টা কাজ আমি সিস্টেমেটিকেলি প্রত্যেকটা কাজ করব। যদি কোন কাজটা বেশি করতে গিয়ে একটা কাজ না হয় তাহলে ওটা যেন আগামীকাল সকালে করি। এটা নিয়ে কোনও টেনশন নেই।
খুব শর্টকাটে কিছু একটা হয়ে যেতে হবে। আমি তাড়াহুড়া একটা মিটিং করতে চাচ্ছি, আমার তাড়াতাড়ি বড় হতে হবে। তাড়াতাড়ি কিছু একটা করে ফেলতে হবে। এটা ভুল এবং নেগেটিভ অ্যাপ্রোচ।
কুংফু যিনি ব্ল্যাক বেল্ট সেখানে একজন স্পেশালিস্ট এর কাছে গিয়ে বলছে, আমি শিখতে চাই। অর্থাৎ কয় বছর লাগবে? ওস্তাদ বলে আপনি মোটামুটি সবকিছুতে যদি এক্সপার্ট হতে চান তাহলে দুই বছর লাগবে। যদি আপনি ধৈর্য ধরে থাকেন তাহলে আপনি এই সম্পর্কে জানতে পারবেন এবং নিজের আত্মরক্ষার জন্য এবং কম্পিটিশনের জন্য অন্তত দুই বছর লাগবে। যিনি শিখতে গেছেন তিনি বলছেন, আমি দ্বিগুণ সময় দিই। দ্বিগুণ পরিশ্রম করি। তাহলে কতদিন লাগবে? সেই শিক্ষক বলেছিলেন, তাহলে চার বছর লাগবে। তার মানে অধৈর্য হলে চলবে না।
আমরা আল্লাহর কাছে প্রতিদিন নামাজে কি বলি? আল্লাহ আমাদের সহজ সরল পথ দেখাও। এরপর আমরা বলছি শর্টকাট পথ কী আছে?
আমাদের জীবনের পথ কঠিনি আকাবাঁকা। কঠিন এই পথকে অতিক্রম করতে গেলে আমাদের মনের পথটা হতে হবে সোজা। যেটা আপনি পারেন বা না পারেন অনিশ্চিত। সুতরাং ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে। কোনও শর্টকাটের পথ যদি কেউ বাতলেও দেয় তাও যাওয়া যাবে না। কারণ, আমরা দায়িত্ববোধ সম্পন্ন।
সূত্র: https://www.facebook.com/watch/?v=791002669844106&rdid=CnQKhsiN5pyyMm6T
এম হাসান