ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

গবেষণার চমকপ্রদ তথ্য

কম সুদর্শন স্বামীদের সঙ্গেই নারীরা বেশি সুখী

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ১০:১০, ১৯ জানুয়ারি ২০২৫

কম সুদর্শন স্বামীদের সঙ্গেই নারীরা বেশি সুখী

ছবি: প্রতীকি অর্থে ব্যবহৃত

সৌন্দর্য সবার কাছেই আকর্ষণীয়। অনেক নারীই চান তাদের জীবনসঙ্গী হোক সুদর্শন ও আকর্ষণীয়। তবে সাম্প্রতিক একটি গবেষণা বলছে ভিন্ন কথা। গবেষণা অনুযায়ী, নারীরা কম সুদর্শন স্বামীর সঙ্গেই বেশি সুখী হন।

১.কম আকর্ষণীয় স্বামীরা সম্পর্কে বেশি আন্তরিক ও যত্নশীল।

২.তারা স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে উপহার দেওয়া, ঘরের কাজে সাহায্য করা বা নতুন নতুন পন্থা অবলম্বন করেন।

৩. তাদের প্রচেষ্টা সম্পর্ককে মজবুত ও সুখী করে।

অন্যদিকে, আকর্ষণীয় পুরুষের সঙ্গে থাকা নারীরা অনেক সময় হীনমন্যতায় ভোগেন। এর ফলে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে, যে সম্পর্কে স্ত্রী সৌন্দর্যের দিক থেকে স্বামীর চেয়ে এগিয়ে থাকেন, সেই সম্পর্ক টিকে থাকার সম্ভাবনা বেশি। গবেষকরা ১১৩ জন বিবাহিত দম্পতির জীবনযাত্রা বিশ্লেষণ করে দেখেছেন, কম আকর্ষণীয় পুরুষেরা সম্পর্ক টিকিয়ে রাখতে বেশি মনোযোগী এবং যত্নবান।

গবেষণার এই ফলাফল বোঝায় যে সম্পর্কের মূলভিত্তি শুধু সৌন্দর্য নয়। বরং আন্তরিকতা, যত্ন এবং সহযোগিতাই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুখী করে।

জাফরান

×