ডা. সাঈদুল আশরাফ কুশল
ডা. সাঈদুল আশরাফ কুশল বলেন, আমরা অনেক সময় দেখে থাকি যে, যিনি কিনা অনেক পরপোকারিতা। মানুষের উপকার করছে। যিনি কাছের মানুষকে বিভিন্ন সময় নানাভাবে সহযোগিতা করে থাকে। কিন্তু তিনি ভীষন কষ্টে ভোগছে বা হাতাশায় ভোগছে। কারণ তিনি উপকার করছেন ঠিকই। বিনিময়ে তিনি প্রতিদান আশা করছেন। তিনি আমাকে কিছু করবেন বা একনোলেজম্যান করবেন।
বরং আপনি যাকে উপকার করেন, সে তো আপনার কোন উপকার করবেনি না। বরং ক্ষতি করে বসবেন। নামে বেনামে বদনাম ছড়াবে। আপনি যদি আসলেই কারো উপকার করে থাকেন। তাহলে কোন পাওয়া করবেন না। কার আপনার ভিতরে যে রাগটা আছে। তা ধীরে ধীরে আপান ক্ষতি করতে পারে।
আমি যদি কারোর উপকার করি। তাহলে আমি আসলেই তাদেরকেই করবো যাদের দরকার। কারন আমি একজন মানুষ। আমি উপকার করি কিছু পাওয়ার আশায় নয়। আর এই ভাবি যে মানুষের উপকার করলে সৃষ্টিকর্তা আমাদের উপর খুশি হবেন।
শহীদ