ছবি: সংগৃহীত
আরেকটা মানুষকে ভালবাসতে বাসতে আপনিও আপনার ভালোলাগা গুলো ভুলে গিয়েছিলেন। ওই দিকে একটু ফিরে তাকানোর চেষ্টা করেন। সিদ্ধান্ত নিন।
আসলে কী মানুষটা সংসার করব না করব না। এই সিদ্ধান্তটা আসলে হুট করে একটা সেশনে ১৫ মিনিট আপনাকে দেওয়া সম্ভব না। এটার জন্য আপনাকে অবশ্যই প্রফেশনাল কারও হেল্প নিতে হবে। কেন ফ্যামিলির কারও হাত দিতে মানা করেছি,কারণ ফ্যামিলি থেকে অনেক ক্ষেত্রে আপনাকে বায়াস ডিসিশন দিবে এবং আপনি দেখা যাবে হয়ত যে সিদ্ধান্তটা নিউট্রালি নিতে পারতেন। কিন্তু ফ্যামিলির কারও ডিসিশনের কারণে ওই সম্পর্কটা আসলে বায়াসড হয়ে নেবেন। কাজেই প্রফেশনাল কারও হেল্প নিবেন।
সংসারটা আমি করব কি করব না। আপনি যে তাকে ভালোবাসেন এটার জন্য নিজেকে কখনও কাঠ গড়ায় দাঁড় করাবেন না। কারণ একটা মানুষকে ভালোবাসতেন রাতারাতি আপনি তাকে একেবারে ভালোবাসা বন্ধ করে দিতে পারবেন না, এটা সম্ভব না। মানুষের মন মাত্রই খুব অদ্ভুত। এত কষ্ট দেওয়ার পরেও কেন জানি ভালোবাসা বন্ধ করা যায় না৷ এর পরেও ভালবাসতে থাকি আমরা। কাজেই নিজের মনের প্রতি নিজের প্রতি সহানুভূতিশীল হন।
রাসেল