ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

যে চারটি জিনিসের জন্য লজ্জিত হবেন না 

প্রকাশিত: ১৬:৪৫, ১৮ জানুয়ারি ২০২৫

যে চারটি জিনিসের জন্য লজ্জিত হবেন না 

সংগৃহীত ছবি

এই চারটি জিনিসের জন্য কখনোই লজ্জিত হবেন না বা হীনমন্যতায় ভুগবেন না।

  1. পুরনো পোশাক: পোশাক কখনোই আপনার মেধা বা প্রাচুর্য সংজ্ঞায়িত করে না। তাই পুরনো পোশাকে কখনো লজ্জা বোধ করবেন না। 
  2. দরিদ্র বন্ধু: বন্ধুত্বের কোনো স্ট্যাটাস থাকেনা। প্রকৃত বন্ধু সকল স্ট্যাটাসের ঊর্ধ্বে। দরিদ্র বন্ধুর জন্য লজ্জিত হওয়া উচিত না। বরং খেয়াল রাখুন সেই বন্ধু প্রকৃত কিনা।  
  3. বৃদ্ধ বাবা-মা: সবসময় মনে রাখবেন আজ আপনি যে জায়গায় এসেছেন, যাদের কারণে বড় হয়েছেন সবটাই আপনার বাবা-মার অবদান। তাদের জন্যই এই জায়গায় আসতে পেরেছেন।
  4. সাধারণ জীবন যাপন: আপনার এপিয়ারেন্স বা লাইফস্টাইল আপনার সফলতা নয়। তাই সাধারণ জীবন যাপনের জন্য লজ্জিত হবেন না।
     

JF

×