ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

সানস্ক্রিন ক্রিম ব্যবহারের নিয়ম

প্রকাশিত: ১১:১৬, ১৫ জানুয়ারি ২০২৫

সানস্ক্রিন ক্রিম ব্যবহারের নিয়ম

সংগৃহীত ছবি

সানব্লক বা সানস্ক্রিন ক্রিম ত্বকের জন্য একটি প্রয়োজনীয় উপাদান। কিন্তু এটা ব্যবহারে অনেকেই ভুল করে থাকেন। সানস্ক্রিন ক্রিম সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। তাই দিনের বেলা ঘর থেকে বের হওয়ার অন্তত ৩০ মিনিট পূর্বে ত্বকের যে সকল অংশে রোদ লাগতে পারে সে সকল অংশে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। দীর্ঘ সময় বাইরে থাকতে হলে দুই থেকে তিন ঘন্টা পরপর এটা রিপ্লাই করতে হবে। 

তবে সানব্লক ব্যবহারে সবচেয়ে বড় যে ভুলটি মানুষ করে থাকে সেটি হল চুলার কাছে বা রান্নাঘরে এর ব্যবহার। মনে রাখতে হবে এটি তৈরি হয়েছে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষার জন্য। চুলা বা ওভেনের মধ্যে কোন অতিবেগুনি রশ্মি নেই। রান্নাঘরে এটি ব্যবহারে কোন লাভ নেই বরং এর ফলে র ্যাশ হতে পারে, যা থেকে ব্রণও হতে পারে। 

যাদের ব্রণ হওয়ার প্রবণতা আছে তারা সানস্ক্রিন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকের পোরস্ বন্ধ হয়ে যায় যাতে ব্রণের প্রাদুর্ভাব আরও বেড়ে যেতে পারে।

JF

×