ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

সোনম কাপুরের ত্বক ও চুলের রহস্য: কি আছে তার বিশেষ মাস্কে?

প্রকাশিত: ১২:১৮, ১৪ জানুয়ারি ২০২৫

সোনম কাপুরের ত্বক ও চুলের রহস্য: কি আছে তার বিশেষ মাস্কে?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর তার ঝলমলে ত্বক ও চুলের রহস্য ফাঁস করেছেন। যা সহজেই সবাই বাড়িতে ব্যবহার করতে পারবেন। সন্তান সামলানো এবং শুটিংয়ের ব্যস্ততার মাঝে সোনম তার ত্বক এবং চুলের যত্ন নেওয়া কখনো ভুলে যান না, এবং এই জন্য তিনি কোন দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করেন না। তার রূপচর্চার আসল রহস্য হলো ঘরোয়া উপকরণ।

একটি ভিডিও শেয়ার করে সোনম জানালেন, তার চুলের পরিচর্যার অন্যতম উপাদান হলো নারকেল তেল। শুটিংয়ে চুলের নানা ধরনের স্টাইলিংয়ের কারণে চুল রুক্ষ হয়ে পড়ে এবং ডগা ফাটার সমস্যা হতে পারে, তাই সোনম নিয়মিত নারকেল তেল ব্যবহার করেন। এর ফলে তার চুল থাকে কোমল, মসৃণ এবং ঝলমলে। মাঝে মাঝে নারকেল তেলের সঙ্গে আমন্ড অয়েল মিশিয়ে ব্যবহার করেন, যা চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

তবে সোনমের ত্বকের জন্য যে মাস্ক ব্যবহার করেন, তা আরও বিশেষ। ছোটবেলা থেকেই তার মা যেভাবে ত্বক যত্ন নিতেন, সেই অভ্যাস অনুসরণ করেই সোনম এই রূপচর্চা রুটিনটি তৈরি করেছেন। সোনম নিজেই ঘরোয়া উপকরণ দিয়ে একটি বিশেষ হাইড্রেটিং মাস্ক তৈরি করেন, যা তার ত্বককে সতেজ এবং সজীব রাখে। এই মাস্কের প্রধান উপকরণ হলো বেসন, চন্দনের গুঁড়ো, গোলাপজল, দুধ এবং হলুদ। সোনম বলেন, শুটিংয়ের সময় ত্বকে চড়ামেকআপ এবং আলোর প্রভাব পড়ে, তাই ত্বককে সজীব রাখতে এই ফেস-মাস্ক নিয়মিত ব্যবহার করেন।

এই মাস্কটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এবং একসাথে স্ক্রাবিং এবং ময়েশ্চারাইজিং কাজ করে। দুধ ও হলুদ ত্বকের কালচে দাগছোপ দূর করে এবং ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে। তাছাড়া হলুদের অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বকের যেকোনো সমস্যা দূর করতে সাহায্য করে।

আফরোজা

×