ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

সন্তান শীতের সকালে পড়তে চায় না? এই কৌশলগুলো বদলে দেবে অভ্যাস

প্রকাশিত: ২২:৫৮, ১২ জানুয়ারি ২০২৫

সন্তান শীতের সকালে পড়তে চায় না? এই কৌশলগুলো বদলে দেবে অভ্যাস

এখন শীত কাল ৷ শীতের সকালে কার না ঘুম থেকে উঠতে ভাল লাগে! শিশুদেরই বা কী দোষ? বাড়ির বড় সদস্যরা বিছানা ছেড়ে উঠতে চায় না। আর যদি সকাল সকাল উঠে পড়তে বসতে হয়, তখন চেঁচামেচি, কান্নাকাটি লেগেই থাকবে।

শীতের সকালে সন্তানকে পড়তে বসানো নিয়ে প্রায় সব বাড়ির মায়েদের একই অভিযোগ । মনোবিদেরা বলেন, শিশুর বয়সের উপর নির্ভর করবে তাঁর কতাটা মনোযোগ থাকবে। ৪-৫ বছরের শিশু ও ৮-১০ বছরের শিশুর মনোযোগ স্বাভাবিক ভাবেই এক হয় না। তা তৈরি করতে হয় কিছু অভ্যাসের মাধ্যমে। 

প্রথমেই শিশুকে সকালে ঘুম থেকে তুলেই টানা দু’ঘণ্টা পড়তে বসালে সে কোনও মতেই বসবে না। সে ক্ষেত্রে প্রথম এক সপ্তাহে আধ ঘণ্টা করে পড়ান৷ ধীরে ধীরে সেই সময়সীমা বাড়ান।

আপনি নিজের কাজ করবেন, আর সন্তান একা একাই বসবে এমনটা কিন্তু বাস্তবে হয় না৷ তাই এই নিয়ে তাকে অযথা বকাবকি না করে, ও কিছুটা বড় না হওয়া পর্যন্ত সামনে থাকুন। এমন একটা সময় তার পড়ার জন্য বরাদ্দ করুন, যে সময়টাতে আপনি ওর পাশেই থাকতে পারবেন।

পড়াশোনা অনেকেই ভয়ের বিষয়৷ বিশেষ করে বাচ্চাদের কাছে৷ পড়াশোনা যে আতঙ্কের নয়, তা শিশুকে বোঝান। পড়ার বিষয়গুলি গল্পের মতো করে বোঝান। লেখার অভ্যাস তৈরি করুন। আর ভাল করলে প্রশংসাও করুন। আপনাকে পাশে পেলে শিশুর পড়াশোনায় আগ্রহ তৈরি হবে।

মনোবিদের মত, শিশুকে একটানা পড়াবেন না। মাঝে-মাঝে বিরতি দিন। সেই সময়টাতে কিন্তু আবার হাতে মোবাইল দেবেন না। বরং ছবি আঁকা অভ্যাস করান। গাছের পরিচর্যা করতে বলুন। যোগাসনও অভ্যাস করাতে পারেন। বিরতির সময়টাতে এমন কাজ করাতে হবে যাতে শিশুর মন আনন্দে থাকে। তা হলেই তার মনঃসংযোগ ও উদ্যম দুই-ই বাড়বে।

শিশুর ক্ষেত্রে ছবি ও ব্লকের সাহায্য নিন। পড়ার বিষয়টা ছবি এঁকে, প্রয়োজনে আলাদা আলাদা রং ব্যবহার করে বোঝান। পড়াশোনার ক্ষেত্রে ভিজ্যুয়াল কোনও দৃশ্যও খুব কাজে আসে। পড়ার বিষয়গুলিও তখন মজাদার হয়ে ওঠে।

শিশুর হোমওয়ার্ক হয়ে গেলে বিভিন্ন ধরনের ‘ব্রেন গেম’ খেলতে দিন। বিল্ডিং ব্লকস, পাজ়লস ইত্যাদি বিভিন্ন ধরনের খেলা আছে শিশুদের জন্য। স্মার্টফোনের বদলে এই ধরনের খেলা বা বই ওর হাতে তুলে দিলে মনোযোগ অনেকটাই বাড়বে। একঘেয়েমিও কাটবে।

রাজু

×