সংগৃহীত ছবি
বাবা-মা হিসেবে যে আচরণগুলো সন্তানের সাথে করা হয় সেগুলো তাদের ওপর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সন্তানের ইতিবাচক মনোভাব তৈরি এবং বাবা-মার সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য শিশুর সাথে প্রতিদিন সময় কাটানো জরুরী। এসব তাদের সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে সহায়ক। শিশুর সাথে অবশ্যই যেগুলো করবেন-
- প্রতিদিন একসাথে বই পড়া: গবেষণায় দেখা গেছে বই পড়ার মাধ্যমে শিশুর ভাষা উন্নত হয়। বিভিন্ন বিষয় যেমন- আকৃতি, সংখ্যা, রঙের সাথে পরিচয় ঘটে। এটি শিশুর যোগাযোগ দক্ষতা বাড়াতেও সাহায্য করে এবং বাবা-মার সাথে আবেগিক সম্পর্ক তৈরি করে।
- পরিবারের সবাই একসাথে বসে খাওয়া: পরিবারের সবাই একসাথে খাওয়া খুব সুন্দর একটা অভ্যাস। এটি পরিবারের সবার ওপর ইতিবাচক প্রভাব ফেলে। সারাদিন যতই ব্যস্ত থাকুন না কেন দিনে অন্তত একবেলা পরিবারের সবাই একসাথে খাবার গ্রহণ করুন। এটি পরিবারের সাথে শিশুর সম্পর্ক এবং ভালো খাদ্যাভ্যাস তৈরিতে সহায়ক।
- শিশুর সাথে খেলা করা: খেলা শিশুর মস্তিষ্ক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাবা-মা সন্তানের সাথে বসে খেলা করলে এই বিকাশ ত্বরান্বিত হয়। খেলার মাধ্যমে প্রতিনিয়ত শিশুর নতুন নতুন দক্ষতা অর্জিত হয়।
JF