ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

প্রথম ডেটে যাওয়ার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে

প্রকাশিত: ২১:৩৫, ১২ জানুয়ারি ২০২৫

প্রথম ডেটে যাওয়ার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে

ছবি : সংগৃহীত

পরিচয় যে ভাবেই হোক,  প্রথমবার দেখা করতে যাওয়ার আগে অনেকের মনেই কাজ করতে থাকে নানা সংশয়। রাতজেগে গল্পগুজব হলেও, প্রথম দেখা হওয়ার বিষয়টি একেবারেই আলাদা। এক পলকেই উল্টোদিকের মানুষটির মনে কী ভাবে জায়গা করে নেওয়া যায়, তা নিয়েও নানা খুঁটিনাটি চলে মনের মধ্যে। তবে প্রথম দেখাতেই সঙ্গীর মন জয় করতে চাইলে, প্রথম ডেটে যাওয়ার আগে কয়েকটি বিষয় মেনে চলা জরুরি।

সঠিক পোশাক:  প্রথম ডেটে গেলে পোশাক নিয়ে একটু মাথা ঘামানো জরুরি। বেরোনোর আগে হাতের সামনে যা পেলেন, সেটাই পরে চলে যাওয়া ঠিক হবে না। প্রেমে বাহ্যিক সৌন্দর্য মুখ্য না হলেও, প্রথম দেখায় একটু পরিপাটি সাজ জরুরি। তবে অন্যরকম সাজতে গিয়ে, অস্বস্তি হয় এমন কিছু না পরলেই ভাল।


সময়ে পৌঁছনো: প্রথম দিনেই যদি দেরি করে পৌঁছন, তা হলে উল্টো দিকের মানুষটির মনে খারাপ ধারণা তৈরি হতে পারে। সম্পর্ক এগোক কিংবা এখানেই থেমে যাক, সদ্য চেনা মানুষটির মনে কোনও নেতিবাচক ধারণা তৈরি হতে দেবেন না।


ফোনে ব্যস্ত না থাকা: জরুরি কোনও মেসেজ কিংবা ফোনের উত্তর দিতে না হলে, প্রথম ডেটে গিয়ে ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি না করাই শ্রেয়। তাতে উল্টোদিকের মানুষটির খারাপ লাগতে পারে। সেটি ঠিক নয়। কিছু ক্ষণের জন্য ফোনটা একটু পাশে সরিয়ে রাখতে পারলে ভাল। তাতে খানিকটা ভাল সময় কাটানো যাবে।

মনের কথা জানানো: প্রথম দেখা করতে গিয়ে উল্টোদিকের মানুষটিকে শুধু মুগ্ধ করলেই চলবে না। সম্পর্ক এগিয়ে যাওয়া নিয়ে আপনি আদৌ সিরিয়াস কিনা, সেটারও খানিকটা আভাস দিয়ে রাখতে হবে। আপনার যদি সম্পর্ক নিয়ে এগোনোর ইচ্ছা না থাকে, তা হলে বিশেষ আশাব্যঞ্জক কথা না বলাই শ্রেয়। 

উপহার: সামর্থ্য অনুযায়ী কোনো উপহার নিতে পারেন। তবে সেটা খুব দামি হতে হবে, এমন ভাবনা ঝেড়ে ফেলুন। ফুল, চকলেট বা বই দিতে পারেন। এগুলো পছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা কম।

সোর্স:https://eisamay.com/lifestyle/relationship/seven-signs-your-baby-is-feeling-lonely/200336294.cms

মহি

×