নেতৃত্ব
রাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব) রেজাউল হান্নান শাহীন বলেন, আমাদের ইন্টারনাল যে থ্রেট রয়েছে এটা নয়ে আমি আসলে বেশি চিন্তিত। গত ১৫-১৬ বছর আমরা ফরেন পলিশি শত্রুকে মিত্র ভেবে আমরা কন্ট্রোল করতাম না। আমাদের ইকনোমিটা কন্ট্রোল করতাম না, আমাদের সিকিউরিটি আমরা কন্ট্রোল করতাম না। আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা কন্ট্রোল করতাম না।
তিনি বলেন, বিবিসির ২০১৮ সালের এক প্রতিবেদনে প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী, দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় যেমন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ওখান থেকে পাস করা মেধাবী ছেলেরা-মেয়েরা কেন ভালো সিইও হচ্ছে না। আসলে এখানে সমস্যাটা কোথায়। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দেওয়া হয়েছে।
তিনি আরোও বলেন, গত রিজিমে হিসাব করে দেখা হয় ৮৪জনই ছিল শেখ পরিবারের এমপি এবং শাখা-প্রশাখার অনেক আত্মীয় স্বজনরাও ছিল এর মধ্যে। আমাদের আরও একটি সমস্যা হচ্ছে ব্রোকেসি। গত ১৫ বছরে যতগুলো চুক্তি হয়েছে সব চুক্তিগুলো যদি সামনে আনা যা তাহলে আমরা সম্পষ্ট দেখতে পাওয়া যাবে। যদি সব চুক্তি সামনে আসে জনগণ বুঝতে পারবে যে, তোমরা দেশের জন্য কতটুকু করেছো আর নিজেদের জন্য করেছো।
শহীদ