পাকস্থলী
আমাদের অনেকেই পেটের কোন সমস্যা হলে প্রথমে ধারনা করি গ্যাসের সমস্যা। কিন্তু আসলে কি তাই? সেই গ্যাস পেট থেকে চলে যায় পায়ে। তখন পায়ে শুরু হয় ব্যাথা। আবার সেই গ্যাস বুকে উঠে গেলো এবং বুক ধড়ফড় শুরু করলো এবং মাথায় উঠে গিয়ে ব্যথা শুরু হলো।
পাকস্থলীতে যে গ্যাস থাকে সেটা আসলে কি? সেটা কি আমরা জানি? আমরা যখন পানি খাই বা খাবার খাই। তখন কিন্তু পানির সাথে পাকস্থলীতে হাওয়া ঢুকে যায়।
তেমনি সাধারণ মানষের যাদের পাকস্থলীর হজম শক্তি নরমাল এবং পাকস্থলীর গ্যাস যদি আমরা বিশ্লেষণ করে দেখি আমরা দেখতে পাবো ৫০-৬০ ভাগ গ্যাস কিন্তু নাইট্রোজেন থাকে। আর ১০-১৫ ভাগ থাকে অক্সিজেন।
এছাড়া কার্বনডাই অক্সাইড থাকে ১০-৩০ ভাগ। হাইড্রোজেন ৫-১০ ভাগ। মিথেন থাকে ০-৫ ভাগ। এবার কার কি গ্যাস থাকবে কতটা গ্যাস থাকবে সেটা অনেকটা নির্ভর করবে যে তার ব্যাকটেরিয়ার ফ্লোরা কেমন থাকেব। তার খাদ্যাভ্যাস কি রকম, তার হজমশক্তি কেমন তার উপর। মোটকথা এই গ্যাস কোনটাই কিন্তু হিলিয়াম গ্যাসের মতো হালকা নয় যে পেট থেকে উঠে মাথায় চড়ে যাবে।
সুতরাং মাথায় যদি ব্যাথা হয় তাহলে কিন্তু মাথার অসুখই ধরবেন। পেটের অসুখ নয়।
শহীদ