ত্বকের যত্নে কোরিয়ান প্রসাধনীর জনপ্রিয়তা আকাশছোঁয়া। কিন্তু জানেন কি, কোরিয়ানদের ত্বকের সৌন্দর্যের মূল উপাদান? আমাদের অতি পরিচিত চাল। কোরিয়ান ‘অ্যান্টি এজিং মাস্ক’ বানানোর সহজ উপায় জানা থাকলে আর দোকানের দামী প্রসাধনীর পেছনে ছুটতে হবে না।
বর্তমান জীবনের অনিয়ন্ত্রিত রুটিন, অতিরিক্ত তেলমশলা, এবং ত্বকের প্রতি অবহেলার কারণে অল্প বয়সেই ত্বক বুড়িয়ে যাচ্ছে। ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে কোরিয়ান মাস্ক হতে পারে দুর্দান্ত সমাধান।
কী লাগবে মাস্ক তৈরিতে?
-
আধা কাপ চাল
-
এক কাপ দুধ
-
আধা কাপের কম পানি
-
এক টেবিল চামচ মধু
-
একটি রাইস পেপার শিট
যেভাবে তৈরী করবেন
-
চাল ধোয়া ও সেদ্ধ করা: প্রথমে চাল ভাল করে ধুয়ে নিন। একটি ননস্টিক পাত্রে চাল, পানি ও দুধ নিয়ে অল্প আঁচে ফোটান।
-
মিশ্রণ তৈরি: চাল সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে এটি ঠান্ডা করুন। এরপর একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ মিশ্রণ বানান।
-
ঘনত্ব ঠিক করা: যদি মিশ্রণ খুব ঘন হয়ে যায়, তবে সামান্য পানি মেশাতে পারেন। তবে খুব পাতলা বা ঘন যেন না হয়।
-
শেষ টাচ: এতে এক টেবিল চামচ মধু মেশান।
ব্যবহারের পদ্ধতি
এই মিশ্রণটি মুখে মেখে রাখুন ১০ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এভাবে নিয়মিত ব্যবহারে ত্বকের বলিরেখা কমে যাবে, ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল। আর দামী প্রসাধনী কেনার প্রয়োজনই হবে না। ঘরে বসে কোরিয়ান সৌন্দর্য পেতে এখনই ট্রাই করুন!
আফরোজা