কিডনি
আমরা অনেকেই জানিনা, দাঁড়িয়ে প্রস্রাব করা কতোটা ভয়ংকর। যখন প্রস্রাবের বেগ আসে। তখন আমরা প্রয়োজনের তাগিদেই আমাদের প্রস্রাব আটকিয়ে রাখতে হয় বা প্রস্রাব ধরে রাখতে হয়। এই পুরো কাজটা করছে এক ধরনের একটা দরজা। এই দরজা বন্ধ বা খোলার জন্য পুরো কাজটা আল্লাহ আমাদের প্রত্যেককে দিয়েছেন।
কিন্তু সমস্যা হয় তখন। যখন দীর্ঘ দিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা হয়। তখন এই দরজাটা আর নিজেদের কট্রোলে থাকে না। প্রস্রাবের বেগ হলে প্রস্রাব করতে হয়।
এছাড়া যারা দাঁড়িয়ে প্রস্রাব করে। তাদের Urinary Tract Infection হয়। এছাড়াও দাঁড়িয়ে প্রস্রাব করলে যে ব্লাডার অর্থ্যাৎ যেখানে প্রস্রাব জমা হয় ঐই জায়গায় এক ধরনের ক্ষতিকর পাথর হয়। যা পরবর্তীতে অপারেশন করতে হয়।
দেখা গেছে যে, ৪০ বছরের পরে প্রস্রাবের ক্ষতিকর রোগ যা পরবর্তীতে অপারেশন ছাড়া আরোগ্য হওয়া সম্ভব না। তার মানে দাঁড়িয়ে প্রস্রাব করার ফলে নানান জটিলতা। প্রস্রাব করতে হবে বসে। আর বসে প্রসাব করা সুন্নত।
ডা: নোবেল, এমবিবিএস, বিসিএস।
শহীদ