ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

লা রিভের গ্র্যান্ড নিউ স্টোর

প্রকাশিত: ১৯:২৩, ৫ জানুয়ারি ২০২৫

লা রিভের গ্র্যান্ড নিউ স্টোর

আনন্দঘন পরিবেশে সদ্যসমাপ্ত বছরের ২২ ডিসেম্বর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে উদ্বোধন হয়ে গেল দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভের নতুন গ্র্যান্ড স্টোর। লা রিভের সম্মানিত সিইও, মার্কেটিং সেলস ও অন্যান্য বিভাগীয় প্রধান কর্মকর্তা, ডিজাইনার, লয়াল কাস্টমার, শুভানুধ্যায়ী ও মিডিয়ার গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে লেভেল ৫, ব্লক এ-তে এই উদ্বোধন করা হয়।  
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেছেন, অনেকদিন ধরেই আমাদের প্রিয় কাস্টমাররা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আরো বড় পরিসরে নতুন একটি স্টোর শুরু করার জন্য অনুরোধ করছিলেন। তাদের অনুরোধ রাখতেই নতুন এই গ্র্যান্ড স্টোরটি যাত্রা শুরু করল। কাস্টমারের সঙ্গে লা রিভের যেই শ্রদ্ধাপূর্ণ বন্ধন, আস্থা ও ভালোবাসার সম্পর্ক, তা আরও মজবুত হলো এই স্টোরটির মাধ্যমে। বিজয়ের মাসে এমন একটি মাইলস্টোন অর্জন করতে পেরে আমরা আপ্লুত।  
লা রিভের নতুন কালেকশন সম্পর্কে তিনি বলেছেন, ‘উইন্টার আমাদের সবচেয়ে দীর্ঘ ফ্যাশন-সিজনগুলোর একটি। এই উইন্টার কালেকশনের নাম ক্যাওস, এর মাধ্যমে আমরা পরিবর্তনের সঙ্গে ইতিবাচকতার বার্তা দেওয়ার চেষ্টা করেছি। এই স্টোরে উইন্টারের সবচেয়ে ট্রেন্ডি স্টাইলগুলো আনা হয়েছে। একই সঙ্গে নারী-পুরুষ-শিশু-টিনসহ লাইফ স্টাইলের সকল উপকরণ দিয়ে নতুন স্টোরটি সমৃদ্ধ করেছি আমরা।’ লা রিভের পণ্য সম্পর্কে জানতে ঘুরে আসুন  িি.িষবৎবাবপৎধুব.পড়স-এ।

×