ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রঙ বাংলাদেশের ৩০ বছর

প্রকাশিত: ১৯:৫২, ২২ ডিসেম্বর ২০২৪

রঙ বাংলাদেশের ৩০ বছর

১৯৯৪ সালের ডিসেম্বরে পথ চলা শুরু হয়েছিল ফ্যাশন হাউস ‘রঙ’-এর। যে রঙ এখন নতুন রূপে ‘রঙ বাংলাদেশ’ নামে পৃথিবীর মানচিত্রে নিজস্ব জায়গা করে নিয়েছে বাংলাদেশ নামক নতুন এক স্বাধীন রাষ্ট্রে। ডিসেম্বর মাসটি তাই ‘রঙ বাংলাদেশ’-এর কাছে সব সময়েই অন্য এক আবেগের মাস। সেই আবেগ এই প্রতিষ্ঠানটিকে আরও বেশি উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছে বলে, মতামত ব্যক্ত করেছেন বর্তমানে ‘রঙ বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী Ñ সৌমিক দাস।
তিনি আরও বলেছেনÑ বিজয়ের মাস ডিসেম্বর, রঙ বাংলাদেশের জন্ম মাস ডিসেম্বর এবং জুলাই চব্বিশ পরবর্তী এবারের ডিসেম্বর, সব যেন একই চেতনার সুতায় বোনা। সে চেতনা প্রিয় মাতৃভূমিকে বিশ্বের বুকে অনন্য এক স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয়। যে চেতনা প্রতিটি নাগরিককে আরও বেশি দায়িত্বশীল হতে প্রতিজ্ঞাবদ্ধ হতে উদ্বুদ্ধ করা। রঙ বাংলাদেশের ৩০ বছরের যাত্রাও সেই অঙ্গীকারেরই গল্প বলে মনে করেন তিনি।
পাশাপাশি সৌমিক দাস এ কথাও মনে করিয়ে দিতে চান যে, প্রথম অবস্থায় রঙ গড়তে প্রধান কারিগর ৪ জন হলেও আরও অনেকের অবদান এতে সংযুক্ত ছিল। যারা ‘রঙ বাংলাদেশ’-এর প্রিয় বন্ধু-স্বজন। এখনো সবার ভালোবাসা, শুভকামনা ও সহায়তাকে শক্তিতে রূপান্তরিত করে ‘রঙ বাংলাদেশ’ এগিয়ে যাচ্ছে সেই একই চেতনায়। বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বুকে লালন করেই ছড়িয়ে পড়ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
ধন্যবাদ জানাই আমাদের সকলকর্মী, সহযোগী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের। সংবাদ মাধ্যমে যারা আমাদের পাশে থেকেছেন, থাকবেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা সেইসব বন্ধুকেও। আপনাদের সবার শ্রম, সহযোগিতা, অনুপ্রেরণা ও ভালোবাসার রঙে ‘রঙ বাংলাদেশ’-এর ভবিষ্যৎ নিশ্চয়ই আরও রঙিন হয়ে উঠবে। সবাই ভালো থাকুন। দেশীয় শিল্পের পাশে থাকুন।

×