আলিয়া ভাট
বিভিন্ন তারকারা নানান সময়ে খুব অল্প মেকআপের মাধ্যমে নতুন এ ভিন্নধর্মী লুক তৈরি করে ভক্তদের মন জয় করেছেন। ‘নো মেকআপ’ মেকআপ লুকে প্রসাধনীর ব্যবহারে ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও সুন্দর দেখায়। সম্প্রতি বলিউড তারকা আলিয়া ভাটের এ ধরনের ‘নো-মেকআপ’ মেকআপ লুক ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছেন।
আলিয়া জানান, স্বামী রণবীর নাকি তার লিপস্টিক পরা একেবারেই পছন্দ করেন না। সেই কারণে নাকি স্বামীর সঙ্গে বের হলে লিপস্টিক প্রায় পরেনই না তিনি। আলিয়া নিজের বিয়েতে লেহেঙ্গা পরার চল ভেঙে কেন বেছে নিয়েছিলেন শাড়িকে? সেখানেও কি ছিল স্বামী রণবীরের ইন্ধন? সত্যিটা ফাঁস করলেন অভিনেত্রী।
গত দুবছরে বলিউডে একাধিক অভিনেত্রীর বিয়ে হয়েছে। যার মধ্যে রয়েছেন ক্যাটরিনা কাইফ, কিয়ারা আদভানি, পরিণীতি চোপড়ার মতো তারকারা। যে জিনিসটা সবার বিয়েতেই এক ছিল, সেটি হলো তাদের পোশাক।
কিন্তু অন্য বলিউড কনেদের চেয়ে আলিয়ার সাজ ছিল স্বতন্ত্র। লাল, গোলাপি, কমলা লেহেঙ্গার বদলে হাতে রাঙানো আইভরি রঙের অরগ্যাঞ্জা শাড়ি বেছে নিয়েছিলেন তিনি। গোটাপাট্টির কারুকাজের বদলে শাড়িতে এবং হাতে বোনা টিস্যু ওড়নায় ছিল সোনালি জরি এবং চুমকির কাজ। সুতোর টানে বিয়ের প্রজাপতি পাখা মেলেছিল আলিয়ার শাড়িতে।
আলিয়া সম্প্রতি এক সাক্ষাতকারে বলেন, ‘শাড়ি আমার ভীষণ পছন্দের পোশাক। আমার মনে হয়, বিশ্বের সব থেকে আরামদায়ক পোশাক শাড়ি। তাই আমি আমার বিয়ের দিন শাড়ি পরেছি, লেহেঙ্গা নয়।’ তা হলে রণবীর নন, নিজের পছন্দই কাজ করেছিল শাড়ির ব্যাপারে!
শহীদ