ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সামুদ্রিক নাকি চাষের পাঙ্গাস, চিনবেন কীভাবে?

প্রকাশিত: ২০:২৭, ২১ ডিসেম্বর ২০২৪

সামুদ্রিক নাকি চাষের পাঙ্গাস, চিনবেন কীভাবে?

সামুদ্রিক পাঙ্গাশ

সামুদ্রিক পাঙ্গাশ এবং চাষের পাঙ্গাস চেনার কিছু উপায় আছে, সামুদ্রিক পাঙ্গাস মাছ লেজ দেখে চেনার উপায় আছে। 

সামুদ্রিক পাঙ্গাসের লেজ হালকা গোলাপি আভা রংয়ের হয়ে থাকে। একই সাথে একটু হলুদ বর্ণের ও হতে পারে। এবং ঘাড়ের অংশটুকুন হালকা ছাই রংয়ের হয়ে থাকে। 

এবং পেটের দিকে যে সাদা অংশটুকু থাকে সেটা একদম ধবধবে সাদা হয়। এবং চাষের মাস যেটি হয় সেটা হচ্ছে ঘাড়ের দিকের অংশটা খুব বেশি ছাই রংয়ের হয়ে থাকে। 

এবং লেজের অংশটুকু ছাই রংয়ের। এই পার্থক্য গুলো দেখলে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন কোনটি সামুদ্রিক পাঙ্গাস মাছ এবং কোনটি চাষের পাঙ্গাস মাছ। 

আর কে

×