মেয়েদের মনের গভীরে স্থায়ী জায়গা করতে চান? তাহলে জোরে বা উচ্চস্বরে কথা বলার অভ্যাস ছাড়তে হবে। যুক্তরাজ্যের অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, পুরুষদের নিচু ও গভীর কণ্ঠস্বর শুধু মেয়েদের কাছে সঙ্গী হিসেবে আকর্ষণীয়ই করে তোলে না, বরং তাদের স্মৃতিশক্তি উন্নত করতেও সহায়ক হয়।
স্প্রিংগারের জার্নাল "মেমরি অ্যান্ড কগনিশন"-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, মহিলাদের স্মৃতি পুরুষদের কণ্ঠস্বরের মাত্রার প্রতি বিশেষ সংবেদনশীল। দুই ধাপে সম্পন্ন পরীক্ষায় উঠে এসেছে, গভীর কণ্ঠস্বরের পুরুষরা মহিলাদের মনে বেশি প্রভাব ফেলে এবং সহজেই তাদের স্মৃতিতে জায়গা করে নেয়।
তাহলে, মেয়েদের মনে জায়গা পেতে চাইলে আজই নিজের কথা বলার ধরনে একটু পরিবর্তন আনুন—গভীর ও নিচু স্বরে কথা বলুন!
জাফরান