ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

পাশের মানুষটা কেমন চোখ দেখে বুঝে নিন 

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৮:৫০, ১৪ ডিসেম্বর ২০২৪

পাশের মানুষটা কেমন চোখ দেখে বুঝে নিন 

নারীর চোখ।

চোখ নাকি মনের কথা বলে! চোখ কখনও মিথ্যা বলে না! আবার চোখের ভাষারও নাকি অনেক গভীরতা! আপনার খুশি, দুঃখ, টেনশন, স্ট্রেস, সবই ফুটে ওঠে আপনার চোখের মধ্যে। এই কারণেই চোখকে বলা হয় মনের আয়না। প্রেমিক মন চোখে চোখ রেখে হারিয়ে যায় অসীম সীমানায়। আপনি কি বোঝনে চোখের ভাষা বা আপনার পাশের মানুষটা কেমন? 

যেভাবে চোখ দেখে মানুষ চিনবেন-

১. ছোট ছোট চোখ:

এরা প্রতিভাবান হন। অসাধারণ একাগ্রতা শক্তি থাকে। পরিস্থিতি যেমনই হোক, মন শক্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। সব কাজ সুষ্ঠুভাবে করতে পারেন।

২. গভীর চোখ: 

এরা খুব সাবধানী হন। যে কোনো কাজ করার আগে ভালো করে ভাবনাচিন্তা করে নেন। এরা সন্দেহবাতিক হতে পারেন। শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে সুনাম অর্জন করেন।

৩. সুন্দর ও কালো চোখ:

যাদের চোখ সুন্দর ও কালো হয়, তারা ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারেন। জীবনে সুখী হন, শান্তিতে থাকেন, সবাই এদের প্রতি আকৃষ্ট হন।

৪. বড় ও টানা চোখ: 

যাদের চোখ বাইরের দিকে টানা টানা ও বড় হয়, তাদের মন দয়ায় পরিপূর্ণ হয়। এরা সবসময় আনন্দে থাকেন, সবার সঙ্গে বন্ধুত্ব পাতাতে পারেন। অন্যের দুঃসময়ে পাশে থাকেন, বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদের আত্মসম্মানবোধ প্রখর।

৫. লালচে চোখ: 

এরা খুব তাড়াতাড়ি রেগে যান। এদের মাথা খুব গরম হয়। ছোটচোখের মানুষরা ভালো নেতৃত্ব দিতে পারেন। যে কোনো পরিস্থিতিতে এরা স্থির থাকেন। দ্রুত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে এদের মধ্যে।

৬. বাদামী রঙের চোখ: 

এদের বিশ্বাস করলে ঠকতে হবে। এরা খুব চালাক হন এবং পরিকল্পনা করে সব কাজ করেন। এরা মিথ্যে বলতে পটু, চোখের পলকে প্রতারণা করতে পারেন, কথার খেলাপ করতে এদের বাঁধে না।

এম হাসান

×