ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রাহায়ণ ১৪৩১

সাইক্লিস্ট তাম্মাতের বিশ্ব রেকর্ড!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৭:০১, ২৯ নভেম্বর ২০২৪; আপডেট: ০৭:০২, ২৯ নভেম্বর ২০২৪

সাইক্লিস্ট তাম্মাতের বিশ্ব রেকর্ড!

বাংলাদেশি সাইক্লিস্ট তাম্মাত

বিশ্বের প্রথম সাইক্লিস্ট হিসেবে বাংলাদেশের তাম্মাত বিল খয়ের মাত্র ৩০দিনে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪টি পর্বত ও ৩টি পাস একি সফরে পাড়ি দিলো সাইকেলে।

বুধবার (২৭ নভেম্বর) তাম্মাত বিল খয়েরের ফেসবুক ভ্যারিফাইড পেইজে বিষয়টি জানানো হয়। 

সেখানে জানানো হয়, নিজের জন্মদিনে দেশ কে এক ঐতিহাসিক রেকর্ড উপহার দিলো তাম্মাত। এই রেকর্ড ভাঙ্গা হয়নি, তৈরি করা হলো। নিঃসন্দেহে এটা আমাদের দেশের জন্য সর্বোচ্চ গর্বের বিষয়।

তাম্মাত বিল খয়ের ইতোমধ্যে প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প, পিকে পিক, চুখুং রি পিক, কংমালা পাস, কালা পাত্থার, চোলা পাস, গোকিও রি পিক শেষ করেছেন। 


২৭ নভেম্বর নিজের জন্মদিনে ৫৩৬০মিটার উঁচুতে অবস্থিত রেনজো লা পাসে উঠে বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। এর আগে একি সফরে কোনো সাইক্লিস্ট একি সাথে এই ৮ অর্জন ছুঁতে পারেনি।

প্রসঙ্গ, সাইক্লিস্ট তাম্মাতের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তবে জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। তার বাবা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত আলী সিকদার, মা গৃহিণী নুরজাহান বেগম। ছয় ভাই, এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

শহিদ

×