ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

শীতকালে কাঁথা-কম্বল যেভাবে ব্যবহার করবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৩, ২৭ নভেম্বর ২০২৪

শীতকালে কাঁথা-কম্বল যেভাবে ব্যবহার করবেন

কম্বল

এখন সময় হয়েছে সোয়েটারের পাশাপাশি লেপ-কাঁথা-কম্বল বের করার। অনেক দিন ধরে আবদ্ধ থাকায় এতে কেমন পুরোনো গন্ধ বা স্যাঁতসেঁতে ভাব হওয়ার আশঙ্কা থাকে। চলুন জেনে নেই কাঁথা-কম্বল নতুন করে কীভাবে ব্যবহার করবেন। 

<> রোদে দিলে রোদের তাপে কাঁথা-কম্বল-লেপের স্যাঁতসেঁতে ভাব কেটে বেশ ঝরঝরে হয়ে ওঠে। শীতের মাত্রা বেড়ে গেলে রোদের তাপও তেমনভাবে পাওয়া যাবে না। তাই শীতের শুরুর দিকেই রোদ দিয়ে ঘরে রেখে দেওয়াই ভালো। এই পদ্ধতি শুধু কাঁথা, কম্বল কিংবা লেপের জন্য নয়, চাইলে পুরোনো শীতের পোশাকের ক্ষেত্রেও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। 

<> দুর্গন্ধ বা ভেজা ভাব দূর করতে কাঁথা-কম্বলের সঙ্গে শীতের পোশাকও রোদ দিতে হবে। শীতের পোশাকের মধ্যে রয়েছে সোয়েটার, জ্যাকেট ইত্যাদি কাপড়গুলো ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। এখনই রোদ দিয়ে রাখলে ঠান্ডা বেশি পড়লে সহজেই হাতের কাছে পাওয়া যাবে। 

<> শীতে কাঁথা ব্যবহারের আগে সেগুলো ধুয়ে নিতে পারেন। এমনিতে কাঁথা পরিষ্কার খুবই কষ্টকর। সারা বছর যে ডিটারজেন্ট ব্যবহার করেন তাতেই ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর কেচে নিলে ভালো পরিষ্কার হবে। পরবর্তী সময়ে রোদে শুকিয়ে নিন ভালো করে।

<> উলের তৈরি যেকোনো গরম কাপড় বাড়িতেই কেচে ফেলতে পারবেন। টানা কয়েক দিন একই পোশাক ব্যবহার করবেন না। বিশেষ করে একটানা একই উলের জিনিস ব্যবহার করলে ত্বকে নানা ধরনের অ্যালার্জি হয়। 

তাই এ ক্ষেত্রে শীতবস্ত্র কাচবার জন্য বিশেষ ডিটারজেন্ট ধুয়ে ব্যবহার করুন।
 

শহিদ

×