ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

শীতে বৃদ্ধি পাচ্ছে রোগ, জেনে নিন এই সময় সুস্থ থাকবেন কী করে

প্রকাশিত: ০১:৪১, ২৪ নভেম্বর ২০২৪

শীতে বৃদ্ধি পাচ্ছে রোগ, জেনে নিন এই সময় সুস্থ থাকবেন কী করে

একটু একটু করে বাড়ছে শীত। এই সময় সর্দি কাশি থেকে শুরু করে ঘরে ঘরে জ্বরের সমস্যা দেখা যাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে দূষণের সমস্যা। এই সময় বেশি সমস্যা বাড়ে হাঁপানি রোগীদের। সমস্যা থেকে বাঁচতে মেনে চলুন এই কয়টি টিপস। জেনে নিন এই সময় সুস্থ থাকবেন কী করে।

মাস্ক পরুন
এই সময় রোজ মাস্ক পরে বাইরে বের হন। এতে দূষিত বায়ু সহজে আপনার শরীরে প্রবেশ করবে না। মিলবে উপকার। শরীর থাকবে সুস্থ। দূর হবে হাঁপানির সমস্যা।

ধূমপান করবেন না
এই সময় একেবারে ধূমপান করবেন না। ধূমপান করলে বাড়ে শারীরিক জটিলতা। বাড়ে হাঁপানির সমস্যা। এই খারাপ অভ্যেস ত্যাগ করার চেষ্টা করুন।

স্বাস্থ্যকর খাবার
সুস্থ থাকতে কিংবা যে কোনও রোগ মুক্ত থাকতে স্বাস্থ্যকর খাবার খান। রোজ প্রোটিন, ভিটামিন, মিনারেল থেকে শুরু করে ক্যালসিয়াম রাখুন আপনার খাদ্যতালিকায়। এতে মিলবে উপকার। শরীর থাকবে সুস্থ। দূর হবে সকল জটিলতা। তাই শীতের সময় সুস্থ থাকতে চাইলে মেনে চলুন এই সকল টিপস।

নোংরা দূরে রাখুন
বাড়ি থেকে এবং বাড়ির চারপাশ থেকে নোংরা দূরে রাখুন। এতে বায়ু দূষণ তৈরি হয়। যা আপনার শরীরের ক্ষতি করে। তাই পরিষ্কার থাকার চেষ্টা করুন।

রান্না ঘরে বায়ু চলাচলের ব্যবস্থা করুন
শীতের মুখে রান্না ঘরে বায়ু চলাচলের ব্যবস্থা করুন। অধিকাংশ রান্না ঘরে চিমনি চালানোর কারণে জানলা বন্ধ করে রাখেন। দিনের বেলায় রান্নাঘরে বায়ু চলাচলের ব্যবস্থা করুন। মিলবে উপকার।

রাজু

×