জবাফুল
জ্যোতিষশাস্ত্র মতে সহজ কয়েকটি কাজ জবাফুল দিয়ে করতে পারলে আমাদের জীবনে সৌভাগ্যের বৃদ্ধি ঘটবে।
কাজেই দেখে নেওয়া জবাফুল দিয়ে করা কিছু বিশেষ টোটকা-
১. আপনার সন্তানের লেখাপড়ায় মনোযোগ ফেরাতে কাজে আসবে জবাফুল। সন্তানের বইয়ের টেবিলে প্রতি দিন পাঁচটা করে জবাফুল রেখে দিন।যদি পাঁচটা করে ফুল সম্ভব না হয়, সেই ক্ষেত্রে একটা ফুলও রাখতে পারেন।
২. আর্থিক সমস্যা দূর করতেও কার্যকরী জবাফুল। এই ক্ষেত্রে শুক্রবার লক্ষ্মীদেবীকে, মঙ্গলবার এবং শনিবার হনুমানজিকে জবাফুল নিবেদন করুন।
৩. প্রতিদিন জবাফুল দিয়ে সূর্যদেবের আরাধনা করুন। একটা ঘটিতে কিছুটা জল এবং একটা ফুল দিয়ে সূর্যদেবকে অর্পণ করুন।
৪. সব সময় গোলাপ ফুলই যে উপহার হিসাবে দিতে হবে এরকম কোনও ব্যপার নেই। জ্যোতিষশাস্ত্র মতে যদি আপনার গোপন শত্রুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে তাঁদের জবাফুল উপহার দিন। এর ফলে শত্র্রুতা অনেকাংশে কমে যাবে।
৫. বাড়িতে পূর্ব দিকে লাল জবার গাছ লাগান। তবে মনে রাখতে হবে জবাগাছ অত্যন্ত নিয়মনিষ্ঠা মেনে বাড়িতে রাখতে হয়, তা না হলে বিপদ বৃদ্ধি পেতে পারে। সব সময় শুদ্ধ কাপড়ে জবাগাছে হাত দিতে হয়।
৬. যাদের জন্মছকে মঙ্গলদোষ রয়েছে, তারা চেষ্টা করুন বেশির ভাগ সময়ে জবাফুল দিয়ে পুজো করতে। তবে যে কোনও লাল ফুল দিয়ে পুজো করলেও চলবে।
এম হাসান