’রায়হানিজম ট্রাভেল এন্ড ফুড’ ব্লগিং পেইজের কর্ণধার মীর রায়হান মাসুদ
ঢাকা শহরের অজানা খাবারের সন্ধান দিচ্ছে 'রায়হানিজম ট্রাভেল এন্ড ফুড' ব্লগিং পেইজের কর্ণধার মীর রায়হান মাসুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স-মাস্টার্স পাস করে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন বেশ কয়েক বছর। তবে গত একবছর যাবত সাংবাদিকতা পেশাকে বাদ দিয়ে শুরু করেছেন ফুড ব্লগ বানানো।বাংলাদেশে বর্তমানে অন্যতম জনপ্রিয় একটি বিষয় হয়ে উঠেছে ফুড ব্লগিং। তবে সাংবাদিকতার মত পেশা ছেড়ে ভিডিও ব্লগ করার অভিজ্ঞতা খুব কম মানুষেরই রয়েছে। ঢাকা শহরের অজানা সব খাবারের সন্ধান দেন রায়হান। স্বল্প আয়ের মানুষ কোথায় খেতে পারবেন তা জানা যাবে রায়হানের ব্লগ থেকে। ঢাকা শহরের কর্মব্যস্ত এলাকা মতিঝিল থেকে শুরু করে আভিজাত্যপূর্ণ এলাকা গুলশান বা পুরান ঢাকা, হাজারিবাগের বিভিন্ন রেস্তোরাঁয় কম দামে পেশাজীবীদের খাবারের সন্ধান দিয়ে থাকেন। রাজধানীর বিভিন্ন এলাকায় ৫০-১০০ টাকায় কিভাবে এবং কোথায় দুপুরের খাবার পাবেন তা জানা যাবে তার ব্লগে।তার এসব ভিডিও বেশ নজর কেড়েছে দর্শকদের। তার ব্লগের বিশেষত্ব হচ্ছে, তিনি স্বল্প আয়ের মানুষদের কথা ভেবে ব্লগে খুবই কম দামে কর্মব্যস্ত এলাকায় হোটেল-রেস্তোরাঁর খোঁজ দেন। যা গতানুগতিক ফুড ব্লগারদের করতে দেখা যায় না। তার এই অভিনব কৌশলই তাকে অন্যদের থেকে ভিন্ন করেছে। এবং তার কাজের জন্য বেশ প্রশংসিত হয়েছেন। বর্তমানে তার ফেসবুক পেইজে প্রায় ২ লক্ষ ফলোয়ার রয়েছে।খাবারের পাশাপাশি ঘোরাঘুরির ব্লগও করেন তিনি।
নাহিদা