ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

দেশের প্রথম ই-বাইক আনছে দুরন্ত

প্রকাশিত: ০৫:৫১, ১০ নভেম্বর ২০২৪

দেশের প্রথম ই-বাইক আনছে দুরন্ত

সম্প্রতি বাংলাদেশের প্রথম স্থানীয়ভাবে উৎপাদিত ই-বাইক প্রদর্শন করেছে দুরন্ত বাইসাইকেল যা আরএফএল গ্রুপের একটি ব্র্যান্ড। বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (BEVMX) ২০২৪-এ এই প্রদর্শনীটি ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব পরিবহনের উদ্ভাবনগুলো সম্পর্কে জানতে পারেন।দুরন্ত সাইকেলের স্টলে (H4-03) এই নতুন ই-বাইকটি প্রদর্শিত হয়, যা এর ডিজাইন ও বৈশিষ্ট্যের জন্য দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়াও এই ই-বাইকটি এক্সিবিশনের বৈদ্যুতিক যানবাহন ও টেকসই পরিবহনের মত বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করে।

স্যাভার ইন্টারন্যাশনাল লিমিটেড কর্তৃক আয়োজিত এই BEVMX ২০২৪ প্রদর্শনীতে বিভিন্ন স্টেকহোল্ডার এবং শিল্পের নেতৃবৃন্দ একত্রিত হন এবং বৈদ্যুতিক যানবাহন, শিল্পের প্রবণতা, চ্যালেঞ্জ ও অগ্রগতির উপর আলোচনা করেন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (FBCCI) এর মোঃ হাফিজুর রহমান জোর দিয়ে বলেন যে, এ ধরনের ইভেন্ট স্থানীয় শিল্পের সক্ষমতা বাড়াতে এবং নবায়নযোগ্য প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রদর্শনীটি টেকসই পরিবহন ক্ষেত্রে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্ভাবনাকে তুলে ধরতে সাহায্য করেছে।

নাহিদা

×