ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

আজ কিন্তু পুরুষদের রান্না করার দিন, আপনি রান্না করছেন তো?

প্রকাশিত: ১৫:১৭, ৭ নভেম্বর ২০২৪

আজ কিন্তু পুরুষদের রান্না করার দিন, আপনি রান্না করছেন তো?

রান্নাবান্নার কথা মনে হলেই মেয়েদের কথাই মাথায় আসে কিন্তু শুধু যে নারীরাই ভালো রাঁধুনী, তা কিন্তু নয়। বর্তমানে নারী-পুরুষ ভেদাভেদে সবাই টুকটাক রাঁধতে জানেন। আপনি জেনে অবাক হবেন যে পুরুষদের রান্না করার জন্য একটি দিন বরাদ্দ আছে  তা হলো ‘ন্যাশনাল মেন মেক ডিনার ডে’ অর্থাৎ ‘পুরুষদের রাতে খাবার তৈরির জাতীয় দিন’

প্রতিবছর নভেম্বর মাসের প্রথম বৃহস্পতিবার পালিত হয় দিবসটি।  মূলত, রান্নার সঙ্গে পুরুষদের সংশ্লিষ্টতা বাড়াতে ও তাদের মধ্যে রান্নাবিষয়ক আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতেই পালিত হয় দিবসটি।

আপনিও যদি একজন ভালো রাঁধুনী হন, তাহলে ঢুকে পড়ুন কিচেনে। রাতের খাবার নিজ হাতে তৈরি করে প্রিয়জন ও পরিবারকে চমকে দিন আজ। কারণ, মূলত, রান্নার সঙ্গে পুরুষদের সংশ্লিষ্টতা বাড়াতে ও তাদের মধ্যে রান্নাবিষয়ক আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতেই পালিত হয় দিবসটি।

জাফরান

×