গরমে ভার্জিন মোজিতো খাওয়ার মজাই আলাদা। কেএফসি বা অন্য কোনও খাবারের দোকানে গিয়ে খাবারের পাশাপাশি ক্রাসার বেছে নেওয়ার প্রবণতা নতুন প্রজন্মের। প্রথমেই সাধ্যের মধ্যে যেটি থাকে সেটি হল ভার্জিন মোহিতো। এবার ভার্জিন মোহিতো বানিয়ে ফেলুন বাড়িতে বসেই।
উপাদান:
২৫০ মিলি সেভেনআপ বা সোডা ওয়াটার
১টি টুকরো করে কাটা লেবু
১ টেবিল চামচ ফ্রেশ পুদিনা পাতা
১ চিমটি লবণ
২ চা চামচ চিনি গুঁড়ো ( ইচ্ছে অনুসারে)
প্রয়োজনমতবরফ
বানানোর প্রনালী:
১.প্রথমে একটা গ্লাসের মধ্যে চিনির গুঁড়ো, লবন, পুদিনা পাতা ও লেবুর টুকরোগুলোকে একটু ক্রাশ করে নিতে হবে।
এরপরে গ্লাসের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো বরফ ও ঢেলে দিতে হবে সেভেন আপ ।
২.ব্যস এবারে ওপর থেকে একটা লেবুর স্লাইস ও আরো কিছুটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ভার্জিন মোহিতো ।
জাফরান