ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১

কোন কফি খেতে কেমন?

প্রকাশিত: ১৪:২৯, ২৬ অক্টোবর ২০২৪

কোন কফি খেতে কেমন?

কফি

কফি খেতে কে না ভালোবাসে ?  ক্যাফেতে গিয়ে অর্ডার দেয়ার সময়  প্রশ্ন করা হয়  কি কফি দেব? অনেকে ই জানে না কোন টা খেতে কেমন ?
  কফির অনেক প্রকরেভেদ  রয়েছে,
এসপ্রেসো, আমেরিকানো,কাপুচিনো মোকা, লাতে? নামের ভিন্নতার সাথে সাথে স্বাদ এও আছে ভিন্নতা , চলুন আজ দেখে নেওয়া যাক  কোন টা তে কি পরিমান দুধ , কফি আর ফোমের পরিমান রযেছে।

এসপ্রেসোঃ-
 মূলত সব ধরনের কফির বেজ হলো এসপ্রেসো । এসপ্রেসো তৈরির জন্য প্রয়োজন ৫ আউন্স বা ১৫০ মিলিলিটার পানি ও ৮ গ্রাম কফি।। স্বাদ বেশ তেতো। ছোট্ট এসপ্রেসো কাপে  পরিবেশন করা হয়। অত্যন্ত কড়া ও তেতো স্বাদের এই কফি আয়েশ করে উপভোগের নয়।

ডপিওঃ-
এসপ্রেসোরই ডাবল শট এটি। এর আরেক নাম ডপিও। এসপ্রেসোর দুটি শট এক কাপে নিলে হয়ে যাবে ডাবল এসপ্রেসো।

আমেরিকানোঃ-
 এসপ্রেসো শটে সমপরিমাণে পানি মিশিয়ে তৈরী করা হয়  ‘আমেরিকানো’।

 লাতেঃ-
কফিপ্রেমীদের সবচেয়ে প্রিয় লাতে। দুধের ইতালীয় অর্থ হলো ‘লাতে’ ।  কফির দ্বিগুণ পরিমাণ দুধ। ওপরে ভেসে থাকে দুধের ফেনা। এতে মিষ্টতার পরিমাণ বেশি। অনেক ফ্লেভারের লাতে পাওয়া যায়। যেমন ভ্যানিলা, ক্যারামেল, হ্যাজেলনাট, মোকা ইত্যাদি।

কাপুচিনোঃ-
ইতালির কাপুচিন ধর্মযাজকদের খয়েরি রঙের বিশেষ পোশাকের সঙ্গে মিল আছে দেখে এই কফির নাম কাপুচিনো রাখা হয়েছে। এক ভাগ এসপ্রেসো কফির সঙ্গে এক ভাগ দুধ ও এক ভাগ দুধের ফেনা মিশিয়ে তৈরি হয় সুস্বাদু কাপুচিনো। এর ওপর ছিটানো থাকে কোকো পাউডার বা দারুচিনির গুঁড়া।

মোকাঃ-
যাঁরা একই সঙ্গে কফি ও চকলেট ভালোবাসেন, তাঁদের জন্য আছে মোকা। প্রথমে একটি গ্লাসে এসপ্রেসো শটের অর্ধেক পরিমাণ চকলেট সিরাপ দেওয়া হয়। তারপর সিঙ্গেল শট এসপ্রেসো, দ্বিগুণ পরিমাণ গরম দুধ ও সামান্য দুধের ক্রেমা বা ফোম। ব্যস! তৈরি হয়ে গেল মোকা কফি।

 ফ্রাপেঃ-
  এর আরেক নাম আইসড কফি। এসপ্রেসো, চিনি, পানি, দুধ মিশিয়ে তৈরি হয়। চাইলে চিনির পরিবর্তে বিভিন্ন ফ্লেভারের সিরাপ মেশানো যায় এতে। গরমের দিনে আরামদায়ক এই কফি সবারই বেশ প্রিয়।

জাফরান

×