প্রতি বছর ফেব্রুয়ারির একুশ তারিখে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
প্রতি বছর ফেব্রুয়ারির একুশ তারিখে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এমনকি হৃদয়ের গভীর থেকে পোশাকের ক্যানভাসেও ডিজাইন হিসেবে উঠে আসে একুশে ফেব্রুয়ারি। অমর একুশ সামনে রেখে ভাষার মাসে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ একুশের সংগ্রহ সাজিয়েছে গ্রীক মিথোলজির ফোর এলিমেন্টস এর মাটি বা আর্থ, ভাষার অনুষঙ্গ অক্ষর, কলম ও দৈনিক পত্রিকার থিম দিয়ে। মূল রং সাদা, কালো আর অ্যাশ এর সঙ্গে একুশে সংগ্রহে আরও যোগ করা হয়েছে লাল।
রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাওয়া যাচ্ছে একুশ উৎসবের আয়োজন। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে একুশ আয়োজনের পণ্য ক্রয়ে ভিজিট করুন www.rang-bd.com অথবা রঙ বাংলাদেশের ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন রঙ বাংলাদেশের হোয়াটস্ অ্যাপ সংবলিত ০১৭৭৭৭৪৪৩৪৪ ও ০১৭৯৯৯৯৮৮৭৭ হটলাইনে।