ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইমপেরর পাঞ্জাবি

প্রকাশিত: ০১:০২, ২ অক্টোবর ২০২৩

ইমপেরর পাঞ্জাবি

.

হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে উৎসবমুখর করতে ইমপেরর বরাবরের মতো এবারও বাজারে এনেছে স্ট্যাইলিস্ট সব পাঞ্জাবি। তারুণ্যের চাহিদা বিবেচনায় শতভাগ সুতি কাপড়ে তৈরি পাঞ্জাবির ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্য। সর্বোৎকৃষ্ট এবং মানসম্মত পাঞ্জাবি পরিবেশনে ক্রেতাদের কাছে ইমপেরর দায়বদ্ধ। ইমপেরর পাঞ্জাবিতে উৎসবের ছোঁয়া দিতে এবং আরামদায়ক পাঞ্জাবি তৈরির জন্য বরাবরই ভারত-চায়নার বিভিন্ন মিল কারখানা ঘুরে ভালো মানের কটন সিল্ক, ভিসকস, লিনেন কাপড় সংগ্রহ করে থাকে। সেই কাপড় দিয়ে সুদক্ষ প্রশিক্ষিত কর্মী দ্বারা নিজস্ব কারখানায়, নিজস্ব তত্ত্বাবধানে তৈরি হয় ইমপেরর সমস্ত পাঞ্জাবি। পাইকারি বাজারে ইমপেরর পাঞ্জাবি দামে সাশ্রয়ী এবং গুণগতমানে অনন্য। ছাড়াও ইমপেরর রয়েছে ট্রাউজার। শরতের এই আবহাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পাঞ্জাবিটি।

বিস্তারিত জানতে : ব্লক : বি, রোড : ০৯, হাউস: ১৫৬ (নিচতলা), সেকশন ১২, পল্লবী, মিরপুর।  হট লাইন : ০১৭১২৬৬৯৩৮৮, ০১৫৫৪ ৮৫৫ ৩৮৪।

×