ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নান্দনিক ব্লাউজ

কারিমুন্নেছা হক

প্রকাশিত: ২১:২৪, ১৭ সেপ্টেম্বর ২০২৩

নান্দনিক ব্লাউজ

নারীর ঐতিহ্যময় পোশাক

শাড়ি বাঙালি নারীর ঐতিহ্যময় পোশাক। শাড়ির অন্যতম অনুষঙ্গ ব্লাউজ। টিনএজদের পাশ্চাত্য পোশাকের দিকে ঝোঁক থাকলেও আধুনিক ফ্যাশনেবল সচেতন মেয়েরা উৎসব অনুষ্ঠানে তাদের প্রিয় পোশাক হিসেবে শাড়িকেই বেছে নেয়। আর শাড়ির সৌন্দর্য বহুগুন বাড়িয়ে দেয় বৈচিত্র্যময় ব্লাউজ। দিন বদলের সঙ্গে ব্লাউজের কাটসাটে এসেছে নানা পরিবর্তন। তাই ফ্যাশন সচেতন নারীদের আগ্রহ থাকে ভিন্ন কাটসাট ডিজাইনের দিকে। উৎসব, পার্বণ, ট্রেন্ড আবহাওয়া সবকিছু মিলিয়ে ব্লাউজে এসেছে বৈচিত্র্য। ফ্যাশনেবল রমণীদের জন্য দেশীয় ফ্যাশন হাউসগুলোও নান্দনিক ডিজাইনের ব্লাউজ তৈরি করছেন। নারীকে বাঙালি সাজে অনন্য করতে শাড়ির সঙ্গে একটি সুন্দর ব্লাউজই যথেষ্ট। হাল ফ্যাশনে স্লিভলেস ব্লাউজের জনপ্রিয়তা বাড়ছে। কয়েকযুগ আগেও এর বেশ চল ছিল। আবার ঘুরেফিরে সিভলেস ব্লাউজের দিকে ঝুকছে স্মার্ট তরুণীরা। অধিকাংশ বাঙালি নারীর গড়ন একটু ভারি হয় কিন্তু ফুল স্লিভ ব্লাউজের মাধ্যমে যদি আরও ভারি লাগে তাই কিছুটা সিদ্ধান্তহীনতায় থাকেন। তারা  হাতায় লাইনার পাইপেন বা লেজ এবং গোড়ায় ভারি অ্যাম্বয়ডারি কাজ ছাড়াও গলার নিচে বডিতে কিছু কাজ থাকলে আপনার মেদ দৃষ্টিগোচর হবে না।

ফ্যাশনে একটি বিষয় লক্ষণীয় সকল পোশাকের ক্ষেত্রে। সব ধরনের পোশাকেই সেকেলের কাট ডিজাইনের পোশাক ঘুরেফিরে আসছে। পুরনো দিনের সিনেমায় দেখা যায় ব্লাউজের হাতার মাথায় কুচি কিছুটা কাজ রয়েছে। আবার সেই ডিজাইনের ব্লাউজ নতুনত্ব নিয়ে এসেছে গলার ডিজাইনে। হাই নেক গলা বা ডিপ গলা দিয়ে ব্লাউজ পড়তে পারেন। তাহলে ট্রেন্ডি ধাঁচের পোশাকটি আপনার সৌন্দর্য বাড়িয়ে দেবে। বারোহাতি একটি শাড়িকে পরিপূর্ণ করে ব্লাউজ। বাঙালি সাজে নারীকে শতভাগ ফুটিয়ে তোলার মূল দায়িত্ব পালন করে এটি। দিন বদলের সঙ্গে সঙ্গে নানা রকম পরিবর্তন এসেছে পোশাকে।

যাদের স্বাস্থ্য ভালো তারা বেছে নিতে পারেন হেভিলি সিকুইনড ফুল স্লিভ ব্লাউজ। যা ইলিউশন তৈরি করে। তাই আপনি আকর্ষণীয় ফুলস্লিভ ব্লাউজের আড়ালে থাকতে পারবেন। আপনার শারীরিক গঠনের দিকে কারও নজর আসবে না। বিয়ের অনুষ্ঠানে ভারি কোনো শাড়ি পরে যেতে চান। তা হলে ছিমছাম ফুল স্লিভ ব্লাউজ বেছে নিন। ব্লাউজের গলা হাতায় সামান্য কাজ থাকতে পারে। তবে সারা বডিতে কাজ থাকবে না তা হলে আপনার শাড়িটি হাইলাইটেড হবে।      

বর্তমানে পেছনে বোতাম ফিতার ব্যবহারে ব্লাউজে আসছে ট্রেন্ডি ভাব। কাটেও থাকছে নতুন নামের চমক। যেমন- চোলি কাট, কলি কাট এমন নানা ভিন্ন ছাঁটে-কাটে তৈরি হচ্ছে ব্লাউজ। সাধারণত কী ধরনের কাপড়ে ব্লাউজ বানানো হয়, তার ওপর নির্ভর করে কাট। ব্লাউজের পেছনে পুরোটা ফাঁকা রাখা হচ্ছে কখনো। শাড়িতে আরামের পাশাপাশি স্টাইলিশ ভাব আনতে ধরনের কাট থাকছে ব্লাউজে। এসব ব্লাউজে দেহের গঠন যেমনই হোক সবাইকে ভালো মানায়। দেশীয় ফ্যাশন হাউস এবং শপিং মলগুলোতে পাওয়া যাবে আপনার পছন্দ অনুযায়ী ভারি কাজ বিভিন্ন ডিজাইনের ব্লাউজ।

বরাবরই আমরা দেখছি শাড়ির সঙ্গে মিলিয়ে ব্লাউজ পরা হয়। তবে আজকাল ব্লাউজের সঙ্গে মিলিয়ে শাড়ি পরার চল কমছে। শাড়ির নকশা বা জমিন যেমনই হোক না কেন, ব্যতিক্রমী কাটছাঁটের ব্লাউজ বদলে দিতে পারে পুরো সাজপোশাকের আবহ। শারীরিক গঠন বুঝে ব্লাউজ বেছে নিতে পারলে শাড়িতেই হয়ে ওঠা যায়স্টাইল আইকন উল্লেখ্য, শাড়ির সঙ্গে মিলিয়ে ব্লাউজ পরার চল এসেছিল ঠাকুরবাড়ি থেকে। ঠাকুরবাড়ির মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিবারের মেজ বউ সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী ছিলেন জ্ঞানদা নন্দিনী দেবী। শাড়ি পরার নতুন ঢং তারই আবিষ্কার। পাশাপাশি ব্লাউজের ঢঙেও আনেন নতুনত্ব।

মডেল : ফারিহা

  পোশাক ছবি : বর্ণন লাইফস্টাইল

×